শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পঞ্চমবার প্রধানমন্ত্রী হয়ে বিশ্ব রেকর্ড গড়বেন শেখ হাসিনা’

news-image

শরীয়তপুর প্রতিনিধি : পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে ক্ষমতায় যেতে হলে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিতে হবে। দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই। উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে জনগণ। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে বিশ্ব রেকর্ড গড়বেন তিনি।’ আজ সোমবার সকালে শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোস করে না। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। সুশাসন প্রতিষ্ঠায় যেই অপরাধ করবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও অপপ্রচার প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।’

এনামুল হক শামীম বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিকই তখনই দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত। তারা শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি নষ্ট করার মিশনে নেমেছে। তবে সরকারের উন্নয়ন ও অর্জনের বিরুদ্ধে নানামুখী অপপ্রচার চালালেও তারা সফল হবে না। কারণ দেশের জনগণ উন্নয়নে বিশ্বাস করে, অপপ্রচারে নয়। আর এ দেশের জনগণ একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কারণেই শরীয়তপুরের নড়িয়ায় এখন আর পদ্মার ভাঙন নেই, যা রূপ নিয়েছে পর্যটন কেন্দ্রে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে শরীয়তপুরের দুর্গম চরাঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে গেছে। শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিদ্যালয় হচ্ছে। ফোর লেন সড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মেঘনা সেতুর নির্মাণের জন্য সমীক্ষার কাজ চলছে। এসব উন্নয়নে বিএনপি-জামায়াত চক্রের গাত্রদাহ হয়। তাদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় আরও অংশ নেন শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার