শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে খেলতে পেরেই রোমাঞ্চিত মালয়েশিয়া

news-image

ক্রীড়া প্রতিবেদক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি ছিল বৃষ্টি বিঘ্নিত ও একদমই একপেশে। র‍্যাংকিংয়ের উপরের সারির দলগুলোর একটির সঙ্গে অনেক তফাতে থাকা মালয়েশিয়ার ফলাফলও স্বাভাবিক। আগে ব্যাট করে ১৮১ রানের পাহাড় গড়ে ভারত। সিলেটের মন্থর ও টার্নিং উইকেটের বিচারে রানটি যেকোনো দলের জন্যই বিশাল।

জবাবে ৫.২ ওভারে ২ উইকেটে মালয়েশিয়া ১৬ রান করতে নামে বৃষ্টি। তারপর আর আর খেলা হয়নি। পরে ডিএলএস মেথডে ভারত জিতে ৩০ রানে।

ম্যাচ শেষে মালয়েশিয়ান ব্যাটার মাস এলিশা জানালেন তারা ভারতের সঙ্গে খেলার রোমাঞ্চে ছিলেন মাতোয়ারা, ‘আমরা খুবই রোমাঞ্চিত ছিলাম, কারণ ভারতের মতো বড় দলের বিপক্ষে খেলেছি। তারা বিশ্বের সেরা দলগুলোর একটি। আমরা চেয়েছিলাম পুরো ২০ ওভার যেন খেলা হয়। দেখতে চেয়েছিলাম কতটা কী করতে পারি।’

ডানহাতি ব্যাটার এলিশা খেলার ফাঁকে টিপস নিয়েছেন ভারতীয় বড় তারকাদের কাছ থেকে। এই ম্যাচে এসবই তাদের অর্জন, ‘আমি জেমামাইমার কাছ থেকে ব্যাটিং টিপস নিয়েছি। সে আমাকে খুব ভালো পরামর্শ দিয়েছে। আমি এসব থেকে শেখার চেষ্টা করব।’

এদিকে মালয়েশিয়ান মেয়েদের রোমাঞ্চ-উত্তেজনা স্পর্শ করেছে রমেশ পাওয়ারের শিষ্যদেরও। হারমানপ্রিত কাউর, জেমাইমা রদ্রিগেজরা নিজে থেকে এগিয়ে উৎসাহ দিয়েছেন তাদের। পরে ম্যাচ সেরা মেঘানা জানিয়েছেন দলটির প্রতি শুভকামনা, ‘আমার মনে হয় তারা প্রতিশ্রুতিশীল দল, ভবিষ্যৎ আছে তাদের। বেশিরভাগ মেয়ে খুব কম বয়েসী। আগামীতে ভাল করবে তারা।’

এ জাতীয় আরও খবর