বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সময় ক্ষেপণ করলে জনগণের অনাস্থা চলে আসবে: জামায়াত নেতা সেলিম

news-image

অনলাইন ডেস্ক : বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘আমরা বিরোধী দলের নেতৃবৃন্দকে বলতে চাই, আর সময় ক্ষেপণ করলে জনগণের অনাস্থা চলে আসবে। আপনারা ঘোষণা দেওয়ার সময় পাবেন না। যদি যুগপৎ আন্দোলন চান, অনতিবিলম্বে লিয়াজোঁ কমিটি গঠন করে যুগপৎ কর্মসূচি ঘোষণা করুন। আমরা জামায়াতে ইসলামী রাস্তায় চলে এসেছি। আমরা থাকব, ইনশাল্লাহ।’

সোমবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর মহাখালী এলাকায় দলের এক ঝটিকা মিছিলপূর্ব সমাবেশে মুহাম্মদ সেলিম উদ্দিন এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ছাত্ররাজনীতির নামে ইডেন কলেজসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ যা করছে, তা রীতিমতো ‘দুর্বৃত্তায়ন ও ফৌজদারি অপরাধ’।

তিনি বলেন, ‘এটা ছাত্রলীগের জন্য নতুন কিছু নয়, এটা তাদের বনিয়াদি অভ্যাস। এ কারণে বাংলাদেশের ছাত্রসংগঠনের জন্য ছাত্রলীগ অভিশাপে পরিণত হয়েছে। দুর্বৃত্তায়নের জন্য ছাত্রলীগকে ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে।’

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল আটটার দিকে মহাখালীর কলেরা হাসপাতালের সামনে হঠাৎ জামায়াতে ইসলামীর কয়েকশ নেতা-কর্মী জড়ো হয়ে মিছিল শুরু করেন। এরপর জামায়াতের মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্য শেষে মিছিলটি তেজগাঁও বাস টার্মিনালের দিকে কিছু দূর গিয়ে শেষ হয়ে যায়।

মিছিলে মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম, মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগর উত্তরের নেতা জিয়াউল হাসান, ইয়াছিন আরাফাত ও মাওলানা মুহিব্বুল্লাহ, মেসবাহ উদ্দীন, আতাউর রহমান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলো বিজিপির আরও ১২ সদস্য

তীব্র গরমের পরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপি ও জামায়াতের

এখনও কেন ‘জলদস্যু আতঙ্কে’ এমভি আবদুল্লাহ

বাড়ছে তাপমাত্রা, জেনে নিন প্রতিরোধের উপায়

বিএনপির অনেকে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে : কাদের

অনিবন্ধিত অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ নেবো : তথ্য প্রতিমন্ত্রী

প্রার্থীদের মনোনয়নপত্রের প্রিন্ট কপি চাওয়া যাবে না : ইসি

ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে বিক্ষোভ

পণ্যের দাম ঠিক রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে : প্রতিমন্ত্রী

লিটারে ১০ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

ফরিদপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহত বেড়ে ১৪