রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

বুধবার বিকেলে বুড়িগঙ্গা নদীর জিনজিরা ফেরিঘাট এলাকায় হাসুমনির পাঠশালা আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

৭৬টি নৌকা প্রদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় হাসুমনির পাঠশালার সভাপতিসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান কামাল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক ও ষড়যন্ত্রকারীরা হত্যা করেছে, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজকে আমরা একটি শক্তিশালী দেশে পরিনত হতাম’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে তারই কন্যা, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তার নেতৃত্বে আজ বাংলাদেশে সত্যিকার অর্থে এগিয়ে যাচ্ছে।

আমেরিকা বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করার কথা উল্লেখ করে আসাদুজ্জামান কামাল বলেন, ‘আজ শেখ হাসিনার হাত ধরে এ দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। আমরা আজ উন্নত দেশের কাতারে আছি’।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম টেলিভিশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার উপস্থিত ছিলেন।

মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব স্মৃতি কর্মকার, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম ই মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মো. সাকুর হোসেন সাকু উপস্থিত ছিলেন।

এ সময় আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা নৌকা ভরা স্বপ্ন শপথ গ্রহন ও নৌকা প্রদর্শনীতে অংশ গ্রহন করেন।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪