রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদাবাজি থেকে খুনোখুনি নাম আছে সব অপরাধেই

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাংয়ের সদস্যদের দৌরাত্ম্য থামছেই না। তাদের অপরাধমূলক কর্মকা-ে মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রায়ই অবনতি ঘটছে। মহানগরের ৩০টি ওয়ার্ডে অন্তত ৫০টি কিশোর গ্যাং রয়েছে; সদস্য পাঁচ শতাধিক। এদের অনেকেই ছিনতাই-চাঁদাবাজি থেকে শুরু করে খুনোখুনিতেও জড়িয়ে পড়ছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, কিশোর গ্যাংয়ের লাগাম টানতে প্রথমেই অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, সে বিষয়ে নজর রাখতে হবে। যে কোনো সন্তান বখে যাওয়া ঠেকাতে প্রথমেই পরিবারের ভূমিকা নিতে হবে, গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।

অনুসন্ধানে জানা গেছে, রাজশাহী মহানগরীর ছোট-বড় কিশোর গ্যাংয়ের ‘ডি-হট বয়েজ’, ‘হট বয়েজ কিশোর গ্যাং’, সিঅ্যান্ডবি বয়েজ’, ‘হিটার বয়েজ’, ‘রাজশাহী ডেঞ্জার বয়েস’ (আরডিবি), ‘খুলিপাড়া গ্যাং’, ‘বিটক্যাল গ্রুপ’, ‘বুলেট গ্যাং’, ‘গুড়িপাড়া’ ও ‘কাটাখালী মাফিয়া বাহিনী’র আধিপত্য বেশি। সবচেয়ে বেশি অপরাধে জড়াচ্ছে ‘ডি-হট বয়েজ’, ‘হট বয়েজ কিশোর গ্যাং’, ‘সিঅ্যান্ডবি বয়েজ’ ও ‘খুলিপাড়া গ্যাংয়ের’ সদস্যরা।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছত্রছায়ায় এসব কিশোর বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া নিজ নিজ এলাকায় আধিপত্য ধরে রাখতে এলাকার কথিত ‘বড় ভাইখ্যাত’ প্রভাবশালী মহল তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আরও বেশি ভয়ঙ্কর করে তুলছে। ‘হিরোইজম’ প্রকাশ করতেও পাড়া-মহল্লায় কিশোর গ্যাং গড়ে উঠছে। এসব গ্যাং সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তার, ইভটিজিং, চুরি, ছিনতাই ও হত্যাকা-সহ মাদক কারবারেও

জড়িত।

সূত্র জানায়, নগরীর প্রাণকেন্দ্র নিউমার্কেট ও গোরহাঙ্গা রেলগেট সুলতানাবাদ এলাকার ‘হটবয়েজ কিশোর গ্যাংয়ের’ দৌরাত্ম্য বেশি। এই গ্যাংয়ের সদস্যদের ছোটখাটো বিষয়েও আগ্নেয়াস্ত্রের মহড়া দেয়। এই গ্যাংয়ের নেতৃত্বে রয়েছে বিশাল, সজীব, হৃদয়, রানা ও শাওন। তারা এলাকার কিছু পরিত্যক্ত ভবনকে বানিয়েছে অপরাধের আখড়া। এসব ভবনে তারা ‘টর্চার সেল’ বানিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশ সূত্র জানায়, গত ৩ জুলাই রাজশাহী নগরীতে সনি হত্যাকা-ের পেছনে কিশোর গ্যাংয়ের সদস্যরাই জড়িত। নগরীর হেতেমখাঁ সবজিপাড়া মহল্লার ‘কিশোর গ্যাংলিডার’ মঈন ওরফে আন্নাফসহ কয়েক কিশোরের সঙ্গে দড়িখরবনা এলাকার নিহত সনিসহ আরও কয়েকজনের বিরোধ ছিল। এ ছাড়া গত ২১ মার্চ রাজশাহী নগরীর নিউ মার্কেট এলাকায় আধিপত্য নিয়ে রিয়াজ নামের এক কিশোর খুন হন। এই হত্যাকা-েও কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত বলে আইনশৃক্সক্ষলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন।

অনুসন্ধানে উঠে এসেছে, রাজশাহী সীমান্ত এলাকা হওয়ায় রয়েছে মাদকের সহজলভ্যতা। ফলে উঠতি বয়সের কিশোর-কিশোরীরা মাদকের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। এ ছাড়া ইন্টারনেটের সহজলভ্যতায় তারা অনলাইনে নিষিদ্ধ বিষয়গুলোর দিকে আকৃষ্ট হচ্ছে। আর মাদকের টাকা জোগাড় করতেই এসব কিশোর অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ছে।

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সূত্রে জানা গেছে, ছোটখাটো বেশকিছু অপরাধে মহানগরীর ৭০-৮০ জন কিশোরের নামে আদালতে প্রসিকিউশন দাখিল হয়েছে। মহানগরীর তালিকাভুক্ত কিশোর অপরাধীদের মধ্যে নিম্ন-মধ্যবিত্ত ৫০ শতাংশ, নিম্নবিত্ত ৪০ শতাংশ, আর উচ্চবিত্ত ১০ শতাংশ। কিশোর গ্যাংয়ের সদস্যদের ৫০ শতাংশই শিক্ষার্থী। বয়স ১৪ থেকে ২২ বছরের মধ্যে। ৩৫ শতাংশ কিশোর স্কুল-কলেজ থেকে ঝরে পড়েছে। কিশোরের মধ্যে ৩৫ শতাংশ নিয়মিত মাদক নেয়। ১০ শতাংশ অনিয়মিত মাদক সেবনকারী।

র‌্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, ‘উঠতি বয়সের ছেলেমেয়েরা ইউরোপের সংস্কৃতি অনুসরণ করছে। তারা নিজেদের ওইভাবে গড়ে তোলার চেষ্টায় আস্তে আস্তে অপরাধজগতের দিকে ধাবিত হচ্ছে। র‌্যাব নগরীতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কিশোর-কিশোরীদের সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সঠিক পথে ফিরিয়ে আনতে র‌্যাব সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজনও করেছে।’

আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক বলেন, ‘২০২০ সালে আরএমপি কমিশনার হিসেবে যোগদানের এক সপ্তাহের মাথায় সাইবার ক্রাইম ইউনিট করি। সাইবার ইউনিট করার পর দেখলাম, পাড়া-মহল্লায় কিশোররা ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ করছে। এর পরই আমরা কিশোর গ্যাংয়ের ডাটাবেজ তৈরি করি।’ পুলিশ কমিশনার বলেন, ‘পুরো মহানগরীতে প্রায় সাড়ে ৪শ সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে কিশোররা কী করে, কোথায় যায়, সবকিছু নজরদারিতে আনতে প্রায় ৫শ ছেলেমেয়েকে এই ডাটাবেজের আওতায় আনা হয়েছে। পুলিশের কাছে এখন পাড়া-মহল্লার বখাটেদের তালিকা রয়েছে। তালিকায় যাদের নাম রয়েছে, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের পরিবারকেও বলা হয়েছে নজর রাখতে।’

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘সন্তানরা যাতে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে না পড়ে, সে জন্য প্রত্যেক বাবা-মাকে নিজ সন্তানের সার্বিক বিষয়ে খোঁজখবর রাখতে হবে। সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, বন্ধু কারা, এসব বিষয়ে সচেতন থাকতে হবে। কিশোর গ্যাংয়ের অপসংস্কৃতি প্রতিরোধে শিক্ষকদের সচেতনতা সৃষ্টিতে কাজ করতে হবে।’

মেয়র আরও বলেন, ‘কিশোর গ্যাংয়ের অপরাধ প্রতিরোধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কিশোর গ্যাং সদস্যদের কোনোভাবেই রাজনৈতিক প্রশ্রয় দেওয়া যাবে না। আশা করছি সবার প্রচেষ্টায় আগামীতে কিশোর গ্যাং বলে কিছু থাকবে না।’

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪