রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নায়িকার রগ সেলাই না করে গিঁট দিলেন ডাক্তার! (ভিডিও)

news-image

শিমুল আহমেদ

‘রাস্তা থেকে তুলে নায়িকার রগ কাটল কারা’, এমন শিরোনামে গত ২৪ আগস্ট দৈনিক আমাদের সময় পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনে প্রযোজক ও অভিনেত্রী সিমি ইসলাম কলি অভিযোগ করেন, গত ২৯ জুলাই রাতে নরসিংদীর শিবপুর ও রায়পুরা থানার সংযোগস্থল খইনপুর কুটিরবাজার ব্রিজের কাছে তাকে হত্যার জন্য সন্ত্রাসীরা তার পায়ের রগ কেটে দেয়। এ ছাড়া তার চোখ উপড়ে ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টাও করে।

কলির অভিযোগ, অপহরণকারী ও বিশিষ্ট ওই ব্যাংকারের বিরুদ্ধে মামলা করতে আহত শরীর নিয়ে তিনি নরসিংদীর রায়পুরা থানা ও শিবপুর মডেল থানায় গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তারা তার অভিযোগ নেয়নি। পরবর্তী সময়ে সংবাদটি পত্রিকায় ছাপা হলে তার মামলা নেয় পুলিশ। কিন্তু এখানে রয়েছে বহু ঝামেলা।

দৈনিক আমাদের সময় অনলাইনকে সিমি বলেন, ‘পুলিশ নিজের মতো করে আসামি সাজিয়ে মামলাটি নিয়েছে। যেখানে তারা আমার শ্বশুরবাড়ির লোকজন ও স্বামীকে আসামি বানিয়েছে।’

প্রযোজক ও নায়িকা সিমি ইসলাম কলি জানান, তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। তার পায়ের রগ কাটার পর ভুল চিকিৎসার কারণে এখন পা তুলে দাঁড়াতে পারছেন না তিনি। শুধু তাই নয়, পায়ের ব্যথার কারণে সারারাত ঘুমাতেও পারছেন না এই অভিনেত্রী। ডাক্তার জানিয়েছেন, তার একটি রগ সেলাই না করে গিঁট দিয়ে জোড়া লাগানো হয়েছে। আর তা দ্রুত অপারেশন করতে হবে। আর এই অপারেশনে বাঁচার সম্ভবনা মাত্র ১০%।

কলির ভাষ্য, ‘২৯ জুলাই আমাকে হত্যার করার উদ্দেশ্যে হামলার পর আমি অনেকক্ষণ পড়ে ছিলাম রগ কাটা অবস্থায়। এরপর সেখান থেকে নরসিংদীর সদর হাসপালে যাই। তারা (ডাক্তার) আমাকে অনেকক্ষণ পরে দেখতে আসে। আমার অবস্থা খারাপ দেখে তারা দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে। আর তখন তারা রক্ত বন্ধ করার জন্য প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর অ্যাম্বুলেন্স করে আমি ঢাকায় চলে আসি। এসেই মগবাজার ইনসাফ বারাকাহ (ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হই।’

তিনি আরও বলেন, ‘সেখানে কর্তব্যরত ডাক্তার দেখে আমাকে অন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) যাই। সেখান থেকে আমাকে পাঠানো হয় নিউরো সাইন্স হাসপাতালে (আমি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল)। তারা আমাকে সারাদিন ফেলে রেখে রাতে অপারেশন করে। তারপর তারা আমাকে পঙ্গু হাসপাতালে পাঠায়। সেখানে আমি কিছুদিন ভর্তি অবস্থায় চিকিৎসা নিয়েছি।’

এত হাসপাতালে দেখানোর পরও আপনি বলছেন, ভুল চিকিৎসা হয়েছে সেটা কিভাবে? ‘আমার পায়ের অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। তাই আমি ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নিতে যাই। তারা আমার রিপোর্ট দেখে। পাশাপাশি আরও কিছু পরীক্ষা করায়। সবশেষ ডাক্তার জিয়া উদ্দিন সকল রিপোর্ট দেখে আমাকে জানান, আমার ভুল চিকিৎসা হয়েছে। মূল রগের পাশে আরও কিছু শিরা ও ধমনি (রক্তনালি) থাকে। সেখানে একটি শিরা গিঁট দেওয়া। আর এ কারণে রক্ত প্রবাহ হচ্ছে না। তাই আবার অপারেশন করতে হবে। যেহেতু অনেকদিন হয়ে গেছে আর সেখানের অবস্থাও (মূল রগ ও রক্তনালি) ভালো না। তাই এই অপারেশনে বাঁচার সম্ভাবনা মাত্র ১০%। আমি এখন অসহায়, সারাদিন কান্না ছাড়া আর কিছুই করার নেই।’

কান্নাকণ্ঠে কলি বলেন, ‘আমি জানি না কোন হাসপাতালে আমার ভুল চিকিৎসা হয়েছে। আমি ন্যায়বিচার পাচ্ছি না, আবার সঠিক সেবাও পেলাম না। এখন ভুল চিকিৎকার কারণে আমার জীবন যেতে বসেছে। সবশেষ ডাক্তারের কথা শুনে আমি মানসিকভাবেও ভেঙে পড়েছি। আল্লাহ ছাড়া এখন আর আমার কেউ নেই।’

বিষয়টি নিয়ে ইনসাফ বারাকাহ হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে ডা. সিরাজ বলেন, ‘উনি ৩০ তারিখ সকালে আমাদের কাছে এসেছিল। কিন্তু উনার পায়ের অবস্থা ভালো ছিল না। এটা দেখে আমি উনাকে বলি এর জন্য প্লাস্টিক সার্জন লাগবে। আর আমি শুধু ড্রেসিং করে উনাকে সঙ্গে সঙ্গে অন্য হাসপাতালে রেফার করি। এখানে কোনো সেলাই করা হয়নি। উনাকে বলা হয়েছে, দ্রুত ঢাকা মেডিকেল বা পঙ্গু হাসপাতালে যাওয়ার জন্য। এরপর উনি কি করেছে তা আমাদের জানা নেই।’

বিষয়টি নিয়ে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসক মো. জিয়া উদ্দিন (এমবিবিএস, ডি-অর্থো, এমএস অর্থো সার্জারি) সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তার সহকারী নাঈম জানান, ডাক্তার জরুরি মিটিংয়ে আছেন। তাকে বিষয়টি জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪