শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় তিতুমীর কলেজের ছাত্রী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের চাকায় পিষ্ট হয়ে তিতুমীর কলেজের ছাত্রী সাদিয়া আফরিন উর্মি (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার আত্মীয় মোটরসাইকেলচালক নাজমুল (২৫)।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে সায়েদাবাদ মেয়র হানিফ ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঊর্মিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন উর্মি। দুর্ঘটনায় আহত নাজমুল সলিমুল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

উর্মির দুলাভাই আজমল হোসেন সাংবাদিকদের বলেন, উর্মি ও নাজমুল সম্পর্কে বেয়াই-বেয়াইন। তারা মোটরসাইকেল নিয়ে বের হলেছিলেন। বিকেলে হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় বাসের ধাক্কায় ছিটকে পড়েন উর্মি। এ সময় আরেকটি বাস তার মাথার ওপর দিয়ে চলে যায়। সেখান থেকে তাদের দুজনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেছেন। আর নাজমুলের চিকিৎসা চলছে হাসপাতালের জরুরি বিভাগে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, তিতুমীর কলেজের ছাত্রীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।