শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি ব্যাঙের মতো লাফালাফি করছে: তথ্যমন্ত্রী

news-image

নওগাঁ প্রতিনিধি : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ব্যাঙের মতো লাফালাফি করছে। জনগণকে সঙ্গে নিয়েই তাদের প্রতিহত করা হবে।

আজ মঙ্গলবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে নওগাঁ জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি ব্যাঙের মতো লাফাইতে শুরু করেছে। বর্ষাকালে বৃষ্টি হলে ব্যাঙ যেমন লাফালাফি করে, তেমনি বিএনপি লাফালাফি করছে। লাফালাফি করুক কোনো সমস্যা নেই। তবে লাফাইতে গিয়ে যদি জনগণের জানমালের ক্ষতি হয়, তাহলে আওয়ামী লীগের কর্মীরা বসে থাকবে না।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘আপনারা সভা-সমাবেশ করেন কোনো সমস্যা নেই। কিন্তু সভা-সমাবেশ করতে গিয়ে নিজেরা মারামারি করবেন, মারামারি করতে গিয়ে জনগণের জানমালের ক্ষতি করবেন, তখন আমরা কি বসে থাকব? আমরা জনগণকে পাশে নিয়ে আপনাদের রাজপথে মোকাবিলা করব। এই দেশে হত্যা, অগ্নিসন্ত্রাস আর হতে দেওয়া হবে না।’

দেশের জনগণ বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হোক এটা জনগণ চায় না। দুর্নীতি যার কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে জনগণ তাকে দেখতে চায় না। বিএনপি ক্ষমতায় গেলে আবার ৫০০ জায়গায় বোমা হামলা নয়, এবার এক হাজার জায়গায় বোমা হামলা হবে। বাংলাদেশকে ধ্বংস করে দেবে। দেশের জনগণ শেখ হাসিনাকে চায়। বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়।’

বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম কম বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘যেই দেশকে পৃথিবীর স্বর্গরাজ্য বলা হয়, সেই সুইজারল্যান্ডে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম আড়াই গুন বাড়ানো হয়েছে। এভাবে যাদেরকে আমরা উন্নত রাষ্ট্র বলে জানি সেই সব দেশে তেলের দাম দুই গুন-আড়াই গুন বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় বাংলাদেশে তেলের দাম ৪০-৪২ শতাংশ বেড়েছে। জনগণের দুর্ভোগ লাঘবের জন্য আবার তেলের দাম কিছুটা কমানো হয়েছে। তাতেও যে জনগণের কষ্ট হচ্ছে না তা অস্বীকার করব না। বিশ্ব বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও তেলের দাম কমানো হবে।’

নওগাঁর নওজোয়ান মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, সংসদ সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত নেতা এসএম কামাল হোসেন।