শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পাওনা টাকা না দেওয়ায় যুবকের পায়ে শিকল বেঁধে নির্যাতন

news-image

রাজবাড়ী প্রতিনিধি : পাওনা টাকা পরিশোধ করতে না পারায় পায়ে শিকল বেঁধে তিন দিন ধরে মিঠু মোল্লা (৩৩) নামে এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত রোববার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা নদীর ঘাট থেকে মিঠুকে ধরে নিয়ে যায় পাওনাদাররা।

মিঠু পাবনা জেলার সুজানগর উপজেলার কাদুয়া গ্রামের মৃত দিনু মোল্লার ছেলে।

তিনি বলেন, ‘গত রোববার হাবাসপুর পদ্মা নদীর ঘাট থেকে আমাকে ধরে নিয়ে যায় পৌর এলাকার সত্যজিৎপুর গ্রামের শহীদ শেখ ও তার ছেলেরা। এরপর তারা আমার পায়ে শিকল পরিয়ে ঘরের বারান্দায় বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করে।’

অভিযুক্ত শহীদ শেখ বলেন, ‘আমিসহ আরও কয়েকজন মিঠুর কাছে টাকা পাব। সে টাকা দেয়নি বলে তাকে বেঁধে রাখা হয়েছে।’

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ‘তাৎক্ষণিক উপপরিদর্শক (এসআই) কামরুলের নেতৃত্বে একটি টিম মিঠুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে মিঠু যেহেতু টাকা নিয়েছে সেক্ষেত্রে প্রতিপক্ষ তার বিরুদ্ধে মামলা করতে পারবে।’