শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেনজির আহমেদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে সরকারি দলের সংসদ সদস্য (এমপি) বেনজির আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।

এমপি শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় ওই পদটি শূন্য হয়ে যায়। সেই পদে এমপি বেনজির আহমেদকে নিয়োগ দেওয়া হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান, নুর মোহাম্মদ ও সুলতান মোহাম্মদ মনসুর।

জাতীয় সংসদে আজ ছয়টি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো সংসদ কার্য-উপদেষ্টা কমিটি, লাইব্রেরি কমিটি, পিটিশন কমিটি, কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বিধি অনুযায়ী কমিটিগুলোর মধ্যে প্রথম চারটি কমিটি পুনর্গঠনের মনোনয়ন দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বাকি দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

ওই কমিটিগুলোর মধ্যে প্রথম চারটি কমিটিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আর পদাধিকার বলে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে লাইব্রেরি কমিটির সভাপতি করা হয়েছে।