শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদেরও একজন সাকিব আছে : শ্রীরাম

news-image

ক্রীড়া ডেস্ক : শেষ তিন বলে যখন প্রয়োজন ৬ রান, পাকিস্তানের স্পিনার নাওয়াজকে তখন ছক্কা মেরে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন হার্দিক পান্ডিয়া। এরকম অলরাউন্ডারের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা টের পান সবাই। বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম তা উল্লেখ করে বললেন, বাংলাদেশেরও আছে সাকিব। যিনি কিনা দলে আনেন দারুণ ভারসাম্য।

গত ওয়ানডে বিশ্বকাপে অবিস্মরণীয় পারফর্ম করে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক হয়েছিলেন স্টোকস। চোট থেকে ফিরে বোলিংটা আরও ধারাল হওয়ায় হার্দিকও নিজেকে নিয়ে গেছেন সেই মানে।

যেকোনো দলের জন্যই এমন অলরাউন্ডার পাওয়া ভীষণ স্বস্তির। তবে শ্রীরাম মনে করেন বাংলাদেশেরও আছে এমন স্বস্তি। ব্যাটে-বলে সাকিব যেভাবে ভূমিকা রাখেন তাতে বাংলাদেশও যেন খেলে একজন বাড়তি নিয়ে, ‘অলরাউন্ডারের ভূমিকা অতুলনীয়। হার্দিক পান্ডিয়া, বেন স্টোকসের মতো ক্রিকেটার খুব একটা হয় না। এমন অলরাউন্ডার দলে দারুণ ভারসাম্য নিয়ে আসে। আপনি কখনো একজন বাড়তি ব্যাটার কখনো আবার বাড়তি বোলার খেলাতে পারবেন। হার্দিক আছে বলে মনে হয়েছে ভারত ১২ জন নিয়ে খেলছে। আমাদেরও আছে সাকিব। ৪ ওভার বল করতে পারে, টপ অর্ডারে ব্যাট করতে পারে।’

মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন সাকিব। ভারতীয় এই কোচ সাকিবকে নিয়ে তাই খুব আশাবাদী, ‘সাকিবের টি-টোয়েন্টি ভাবনা খুব আধুনিক। বাংলাদেশের ক্রিকেটে ও খুব ব্যতিক্রম।’