শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে বাংলাদেশের বান্দরবান জেলার তমব্রু সীমান্তে দুটি মর্টার শেল ছোড়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডে‌কে কড়া প্রতিবাদ জা‌নিয়েছে ঢাকা। এ বিষয়ে রাষ্ট্রদূত‌কে এক‌টি মৌখিক নোট দেওয়া হ‌য়ে‌ছে।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের এ তথ্য জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সেই বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে। এ ঘটনার ব্যাপারে নিন্দা জানানো হয়েছে।

এর আগে বান্দরবানের তমব্রু সীমান্তে দুটি মর্টার শেল ছোড়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন।

গতকাল রোববার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন, মর্টার শেল পড়ার বিষয়টি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে। এর আগেও সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়েছিল। তখনো প্রতিবাদ জানানো হয়েছিল।’

গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মিয়ানমার সেনাবাহিনী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজার এলাকায় দুটি মর্টার শেল নিক্ষেপ করে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে স্থানীয় প্রশাসন ও ঘুমধুম এলাকার বাসিন্দারা জানান, সপ্তাহ দুয়েকের বেশি সময় ধরে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই চলছে। গতকাল সকাল থেকে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। দুপুরে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়। এরপর বিকেলে বাংলাদেশের সীমান্তের মধ্যে মর্টার শেল পড়ার ঘটনা ঘটে।