শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেট দেন কবে খেলবেন আমরা প্রস্তুত

news-image

কমল খান, নারায়ণগঞ্জ : ডেট দেন কবে খেলবেন, নারায়ণগঞ্জের শেখ হাসিনার কর্মীরা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত’ উল্লেখ করে আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘আজকে সভা-সমাবেশ করার সুযোগ পেয়ে বলছেন, রাজপথ দখলে নেবেন, সরকার উৎখাত করবেন, আরেকটি পঁচাত্তর ঘটানোর হুমকি দেন, শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা খেলতে প্রস্তুত আছি। আপনারা খেলবেন দেশ ধ্বংসের পক্ষে আমরা খেলব দেশ গড়ার পক্ষে। আপনারা খেলবেন সাম্প্রদায়িকতার ক্ষেত্রে, আমরা খেলব অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে। মনে রাখবেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও শেখ হাসিনার কর্মীরা লাখো লোক নিয়ে নারায়ণগঞ্জে প্রস্তুত আছি। স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে খেলার জন্য নারায়ণগঞ্জের কর্মীরাই যথেষ্ট।’

গতকাল শনিবার বিকেল ৩টায় শহরের ২ নম্বর রেলগেটে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শোকাবহ আগস্ট উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘আপনাদের টার্গেট সরকার ফেলে দেওয়া নয়, শেখ হাসিনাকে ফেলে দেওয়া। কোকো মারা গেল জাতির পিতার কন্যা গেলেন তার বাসায় সহানুভূতি জানানোর জন্য। তাকে অপমান করা হলো। প্রধানমন্ত্রী আপনি আবারও বলছেন, গণভবন পর্যন্ত আসলে চা খাওয়াবেন। এটা হতে পারে না। যারা আপনাকে হত্যার চেষ্টা করে, যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের সংসদে বসায়, বাংলার মানুষ চায় না আপনি তাদের চা খাওয়ান। আপনি গণতন্ত্রের কথা বলেন, ওরা এটাকে দুর্বলতা ভাবে।’

তিনি বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান দেশে আসলেন। ২২টি সংগঠন গেল, গিয়ে বলল র‌্যাব এটা করেছে, সেনাবাহিনী এটা করেছে। এটা কেন বলতে ভুলে গেলেন আমাদের দেশে ১৫ লাখ রোহিঙ্গা এসে বসে আছে। এই পুলিশ রাষ্ট্রের, সেনাবাহিনী আমাদের গর্ব। এই র‌্যাবের ভূমিকা আপনারা অস্বীকার করতে চান? রোহিঙ্গা ইস্যু তো সবচেয়ে বড় বিষয়। বার্মায় গিয়ে কেন বলেন না রোহিঙ্গা ফেরত নাও, নয়তো স্যাংশন দেওয়া হবে।’

শামীম ওসমান প্রশ্ন রেখে বলেন, ‘কোথায় ছিল সেদিন মানবাধিকার? ’৮১ সালে যেদিন নেত্রী দেশে ফিরে আকুতি-মিনতি করলেন দুই রাকাত নফল নামাজ পড়তে। গেটটা জিয়াউর রহমান খুলে দেননি। সেখানে বসে একটু কান্নার সময়ও দেননি। রাস্তার ধারে দাঁড়িয়ে শেখ হাসিনা আর্তনাদ করে কেঁদেছিলেন। আরেক বোন শেখ রেহানা তো কাঁদতেও পারেননি।’

তিনি বলেন, ‘আপাকে বললাম, অনেক হয়েছে আমাদের ছুটি দেন। তিনি বললেন, “তোদের স্বপ্ন পূরণ হয়েছে, আমার স্বপ্ন পূরণ হয়নি। আমার স্বপ্ন হচ্ছে, বাবা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে। সেই স্বপ্ন পূরণ করতে হবে।” তিনি বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করাতে কাজ করে যাচ্ছেন। সেই শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। তখন কোথায় ছিল আপনাদের মানবাধিকার?’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ হয়েছেন। আল্লাহ তাকে সুস্থ রাখুক। তাদের সময় আমার বাড়িঘরে আগুন দেওয়া হয়েছিল। আমার বহু লোককে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনার কাছ থেকে শিখেছি, শত্রুর জন্যও দোয়া করতে হয়। বিএনপির নেতা তারেক সাহেব লন্ডন থেকে যিনি হুকুম দিচ্ছেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে, তিনি ছেলে হয়ে তো বাংলাদেশে আসলেন না অসুস্থ মাকে দেখতে। বুকে কলিজা নাই, নাকি সাহস নাই। আপনি লন্ডনে আরামে থাকেন। নিজের ছেলের বউ তো বড় নামকরা ডাক্তার। শাশুড়ি তো মায়ের মতোই। আমার মা যখন অসুস্থ, আমার বোনেরা যেমন সেবা করেছে, আমার বউও তেমনি সেবা করেছে। তিনিও তো আসতে পারতেন, আসলেন না। তাদের একজন মেয়েও আছে। দাদিকে দেখতে তো একবারও আসল না। যারা তার কথায় নাচছেন তারা কি ভেবেছেন যারা মায়ের জন্য আসে না, আপনি বিপদে পড়লে সে কি আপনার জন্য আসবে?’

২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় দুই পা হারানো নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দন শীলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ রশীদ, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সামছুল ইসলাম ভূঁইয়া, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শিরীন বেগম, মহানগর সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক রাফেল প্রধানসহ সিটি কপোরেশনের বিভিন্ন ওয়াডের কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যান প্রমুখ।