রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জ্বালানি ইস্যুতে ইউরোপের যেসব দেশ বেশি সংকটে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি সংকটে পড়েছে ইউরোপ। গুরুত্বপূর্ণ পণ্যটিকে কেন্দ্র করে এরই মধ্যে সেখানে মূল্যস্ফীতির হার বেড়ে আকাশচুম্বী হয়েছে। তবে ইউরোপীয় অঞ্চলের সব দেশে সংকটের চিত্র এক রকম নয়। ফিনল্যান্ডে পরিবারে গড় খরচ বেড়েছে অতিরিক্ত ৪ শতাংশ। অন্যদিকে এস্তোনিয়ায় খরচ বেড়েছে ২০ শতাংশ।

দেশ দুটির পরিসংখ্যান দেখলেই মহাদেশটির অর্থনৈতিক চিত্র বোঝা যায়। ইউরোপীয়রা তাদের আয়ের এক-দশমাংশ জ্বালানিতে ব্যয় করছে। ধনী পরিবারগুলোতে বড় বাড়ি ও গাড়ি থাকার প্রবণতা থাকে, তবে জ্বালানির ব্যয় বৃদ্ধি সাধারণত আয়ের পার্থক্যের মতো বড় নয়। এজন্য গরিবদের জ্বালানি খরচ বাজেটের তুলনায় বেড়ে যাচ্ছে। দেশগুলোর মধ্যেও এ ধরনের সমস্যা দেখা যাচ্ছে। যেমন- ইউরোপের পূর্বাঞ্চলের সাবেক দরিদ্র কমিউনিস্ট দেশগুলো সমৃদ্ধ নর্ডিক উত্তরের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ।

তাছাড়া দেশগুলোর ঝুঁকিতে থাকার অন্যতম কারণ হলো প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীলতা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এরই মধ্যে গ্যাসের পাইকারি মূল্য দ্বিগুণ হয়েছে। একসঙ্গে কয়লার দামও বেড়েছে। এদিকে নবায়নযোগ্য জ্বালানির মূল্য অপরিবর্তিত রয়েছে।

সুইডেনে বিদ্যুতের ৩ শতাংশেরও কম আসে গ্যাস থেকে। বাকি বিদ্যুৎ আসে পারমাণবিকসহ অন্যখাত থেকে। সুইডেনের বাড়িগুলো কমিউনাল ব্যবস্থাসহ কয়েকটি পদ্ধতিতে উত্তপ্ত করা হয়। এসব পদ্ধতির ফলে দেশটির পরিবারগুলোতে খরচ বেড়েছে ৫ শতাংশ। যুক্তরাজ্যে এই খরচ বেড়েছে ১০ শতাংশ। কারণ যুক্তরাজ্য প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল।

অঞ্চলটির দেশগুলোতে জ্বালানির খুচরা ও পাইকারি দামও ভিন্ন। বাজার কাঠামোও একই রকম নয়। যেমন- স্পেনে ভোক্তা শুল্ক প্রত্যেক মাসেই আপডেট করা হয়। পোল্যান্ডে বছরে দুবার সমন্বয় করা হয়।

কিছু কিছু দেশ রয়েছে যেখানে জ্বালানির দামে খুব বেশি পরিবর্তন আনা হয় না। অঞ্চলটির অধিকাংশ দেশের জ্বালানি আসে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে। ফলে যেসব দেশ মূলত প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪