শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাট হাতে মাঠে নামছেন সৌরভ, আমন্ত্রণ পেলেও সিদ্ধান্ত নেননি মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে আবারও মাঠে নামছেন ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। আগামী ১৬ সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে লেজেন্ডস ক্রিকেট লিগে ইন্ডিয়ান মহারাজার হয়ে মাঠে নামবেন তিনি, দেবেন নেতৃত্বও। একই ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে খেলার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তবে খেলবেন কিনা, এখনো সে সিদ্ধান্ত নেননি তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, লেজেন্ডস ক্রিকেট লিগের পক্ষ থেকে জানানো হয়েছে- ১৬ সেপ্টেম্বর ইন্ডিয়ান মহারাজা দলের বিপক্ষে ম্যাচে খেলতে দেখা যাবে বিশ্ব একাদশকে। ওয়ার্ল্ড জায়ান্টস নামে দলটির নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের সদ্য সাবেক অধিনায়ক ইয়ন মরগান।

লেজেন্ডস লিগে একটিই ম্যাচ খেলবেন সৌরভ। তারপরই শুরু হবে মূল টুর্নামেন্ট। মূল টুর্নামেন্টে খেলা হবে ১৫টি ম্যাচ। তাতে অবশ্য সৌরভ খেলবেন না। ২২ সেপ্টেম্বর সৌরভ যে দলের নেতৃত্ব দেবেন সেই দলে রয়েছেন বীরেন্দর শেহওয়াগ, মহম্মদ কাইফ, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং এবং শ্রীশান্ত, আরপি সিং ও অশোক দিন্দা। লেজেন্ডস লিগে খেলার জন্য দিন্দা ইতোমধ্যেই ইডেনে অনুশীলন শুরু করেছেন।

আর ওয়ার্ল্ড জায়ান্টস রয়েছেন লেন্ডল সিমন্স, গিবস, ক্যালিস, জয়সূর্য, জন্টি রোডস, স্টেইন, ব্রেট লি, মিচেল জনসনের মতো তারকা। এ লিগে খেলতে আমন্ত্রণ জানানো হয়ে মাশরাফিকেও।

ওয়ার্ল্ড জায়ান্টসে খেলার ব্যাপারে মাশরাফি একটি দেশীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি খেলার প্রস্তাব পেয়েছি। তবে এখনো কিছু জানাইনি। খেলব কি না, এখনো সিদ্ধান্ত নিইনি।’

 

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী