রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রিজার্ভে টান পড়েছে, তাই এই লোডশেডিং : টুকু

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং ‘ব্যয়বহুল লোডশেডিং’ বলে মন্তব্য করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এই সিদ্ধান্ত বিদ্যুৎ সংকট মোকাবিলার জন্য করা হয়নি। এটা হচ্ছে রিজার্ভে টান পড়েছে তাই।

আগামীকাল থেকে লোডশেডিং শুরু করার বিষয়ে ঘোষণা আসার পর আজ সোমবার বিকালে গুলশানের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,‘যেসব জ্বালানির ওপর ভিত্তি করে বিদ্যুৎ প্লান্ট করা হয়েছে, তা যদি কোনোদিন ওভার হয়ে যায় তাহলে ক্ষতি কি হবে তার লস অ্যাসেসমেন্ট করা হয়নি। ফলে আমরা বাহবা নিয়েছি, ঢোল পিটাইছি। আজকে জনগণ তা ভোগ করছে। এটা এখন ব্যয়বহুল লোডশেডিং হয়ে দাঁড়িয়েছে।’

এটা সরকারের ব্যর্থতা কিনা জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমি ব্যর্থতা বলব না। এটা বড় ধরনের কুটচাল। দেশের টাকা এভাবে মালিকদের পকেটে দিয়ে দেওয়া শুধুমাত্র ফ্যাসিস্ট সরকারের মাধ্যমেই সম্ভব।’

সরকারের নেওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিদ্যুৎ সংকটের সমাধানে হবে কিনা এ বিষয়ে তিনি বলেন, এই সিদ্ধান্ত বিদ্যুৎ সংকট মোকাবিলার জন্য করা হয়নি। এটা হচ্ছে রিজার্ভে টান পড়েছে তাই। সেই রিজার্ভে টান পড়ার জন্য জ্বালানি তেল ইমপোর্ট করতে পারছে না, এলসি খুলতে পারছে না, বিপিসি তেল আনতে পারছে না, গ্যাস আনতে পারছে না। যার জন্য এই চাপটা পড়েছে। যাতে কম খরচে কম ইমপোর্ট করতে হয়।

তিনি আরও বলেন, ‘সারাদিন সরকার ঢোল পিটাইছে। এতো রিজার্ভ। সেই রিজার্ভ গেলো কোথায়, হঠাৎ উধাও হলো কেনো? ৮৩ বিলিয়ন থেকে ৩৮ এ নামলো কেনো? সারাদিন ঢোল পিটাইছে এই আছে, ওই আছে, সিঙ্গাপুর, থাইল্যান্ড সব ছাড়িয়ে গেছি আমরা। কিন্তু এদিকে দেশ আজ একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। এর জন্য সরকারকেই আমি দায়ী করব।’

সরকারের পরিকল্পনা ভুল ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠিত পাওয়ার সেক্টর প্লান অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনটা সরকারের হাতে থাকবে ৬৪ ভাগ। আর ৩৬ ভাগ বিদ্যুৎ উৎপাদন হবে বেসরকারি খাতে। এই সরকার তড়িঘড়ি করে এইসব বেস্ট প্ল্যানগুলো প্রাইভেটে দিয়ে দিলো। এই সরকারের বিদ্যুৎ খাত নিয়ে নেওয়া সকল পরিকল্পনাই ভুল ও দুর্নীতিগ্রস্ত ছিলো।’

তিনি আরও বলেন, ‘আমার কথা হচ্ছে, যেটা করার দরকার ছিলো সেটা করে নাই। বিদ্যুতের উৎপাদনটা সরকারের হাতে থাকা প্রয়োজন ছিলো। কেননা সরকার যদি বিদ্যুৎ উৎপাদন করতো আজকে ক্যাপাসিটি চার্জ পেমেন্ট করতে হতো না। এখানে এদের সঙ্গে এগ্রিমেন্ট করছেন, আপনি বিদ্যুত পাচ্ছেন না, আপনি তাদেরকে টাকা দিচ্ছেন। টাকাটা কার? টাকাটা আমার-আপনার জনগনের।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪