রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আড়াই ঘণ্টা পর সড়ক ছাড়লো আন্দোলনরত শিক্ষার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে আন্দোলনরত প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা আড়াই ঘণ্টা পর রাস্তা ছেড়েছেন।

সোমবার (২০ জুন) সন্ধ্যায় পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে বাসায় ফেরেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সড়ক ছাড়লেও দীর্ঘক্ষণ অবরোধের কারণে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।

রাতে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন ডিএমপি উত্তরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) তাপস কুমার দাস৷

তিনি বলেন, আজ বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা তাদের সহপাঠীকে এনা পরিবহনের একটি বাস ধাক্কা দেওয়ার প্রতিবাদে নিরাপদ সড়ক ও বাসটির চালক এবং হেলপারকে আটকের দাবিতে প্রথমে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় আন্দোলন শুরু করেন। সেখান থেকে পরে তারা চলে যান আজমপুর। সন্ধ্যায় তারা অবস্থান নেন উত্তরা রাজলক্ষ্মী এলাকার সড়কে।

পরে পুলিশের আশ্বাসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে নিজ নিজ বাসায় ফিরে যান। সড়ক অবরোধে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী ছাড়াও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সরে যাওয়ায় রাস্তায় আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে তা পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।

ডিএমপির উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিকেল থেকে শিক্ষার্থীদের অবস্থানের কারণে সন্ধ্যা পর্যন্ত উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ ছিল। স্বভাবতই রাজধানীর এ ব্যস্ততম সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় একটা চাপ সৃষ্টি হয়েছে। তবে সন্ধ্যার পর শিক্ষার্থীরা রাস্তায় ছেড়ে চলে যাওয়ায় উত্তর দিয়ে আবারও যান চলাচল শুরু হয়। ধীরে ধীরে রাস্তা স্বাভাবিক হচ্ছে।

দ্রুত সময়ের মধ্যে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪