রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

একঘেয়েমি কাটাতে ছাড়লেন কোটি টাকা বেতনের চাকরি!

news-image

অনলাইন ডেস্ক : কোটি টাকা বেতনের চাকরি করার স্বপ্ন থাকে অনেকের। কিন্তু কখনো কি শুনেছেন কোটি টাকা বেতনের চাকরি ছেড়ে কেউ স্বেচ্ছায় বেছে নিয়েছেন বেকারত্ব? ঠিকই তেমনই একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাইকেল লিনের সঙ্গে। বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি সাড়ে ১৮ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়েছেন তিনি। আর তাও স্রেফ একঘেয়েমি থেকে বাঁচতে!

আমাজনের চাকরি ছেড়ে ২০১৭ সালে নেটফ্লিক্সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন মাইকেল। সে সময় তিনি ভাবতেন, বাকি জীবন কাটাবেন নেটফ্লিক্সেই। আকর্ষণীয় বেতন তো ছিলই; সঙ্গে ছিল অন্যান্য একাধিক সুযোগ-সুবিধা। যেমন, বিনামূল্যে খাবার, যখন ইচ্ছে যত খুশি ছুটি। কিন্তু কাজ করতে গিয়ে একঘেয়ে লাগছিল তার। তাই কোনোকিছু না ভেবেই চাকরি ছেড়ে দিলেন।

একসময় কোটি টাকা বেতনের চাকরি করা মাইকেল এখন বেকার। তার এমন কাণ্ডে অবাক পরিবারের সবাই। তারা মাইকেলকে চাকরি ছাড়তে নিষেধ করেছিলেন। কিন্তু সে কথা কানেই তোলেননি মাইকেল। তার যুক্তি, যে কাজ মন থেকে ভাল লাগছে না, সেই কাজ তিনি আর করতে পারবেন না।

মাইকেল জানান, চাকরি পেয়ে প্রথমদিকে বেশ ভালোই লাগছিল তার। কিন্তু ছন্দ কেটে যায় করোনাকালে। মহামারি চলাকালীন প্রায় দুই বছর ওয়ার্ক ফ্রম হোম করেন। এরপর অফিস খুলতেই মাইকেল অনুভব করেন সেই আগের মতো পরিবেশ নেই। অফিসে একে অপরের সঙ্গে মেলামেশা কমে গেছে। বন্ধ হয়ে গেছে টিফিন শেয়ার করাও।

থমথমে পরিবেশের সঙ্গে কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না মাইকেল। তাই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিতে দেরি করেননি। যদিও করোনাকালে রেকর্ড হারে বেড়েছে বেকারত্ব। এর মধ্যে এত আকর্ষণীয় বেতনের চাকরি আর মিলবে কিনা তা নিয়ে আশঙ্কা ছিল তার পরিবারের। কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। ছেড়ে দেন চাকরি। তবে এরপর অন্য চাকরির সন্ধান করলেও এখনো ব্যাটে-বলে মেলেনি। মাইকেল আপাতত বেকার সময় কাটাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪