রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সিন্ডিকেট নয় সবার জন্য শ্রমবাজার উন্মুক্তের দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট হলে রাজপথে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে বায়রার সিন্ডিকেটবিরোধী মহাজোট। তারা বলেছে, এবার সিন্ডিকেট হলে কাফনের কাপড় পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অনশন করবে। কোনোভাবে তারা এ সিন্ডিকেট মেনে নেবেন না। নেতারা বলেন, যে কোনো মূল্যে ২৫ সিন্ডিকেটকে রুখতে হবে। মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বাতিলের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তারা। গতকাল রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ‘স্বল্প ব্যয়ে মর্যাদাপূর্ণ অভিবাসনের জন্য সব বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তকরণ বিষয়ে’ মতবিনিময়সভায় বক্তারা এসব দাবি জানান। মতবিনিময়সভায় নেতারা বলেন, আবার সিন্ডিকেট হলে কর্মী যাওয়ার ব্যয় বাড়বে। যারা সিন্ডিকেট করছে তারা দেশ ও জাতির শত্রু। মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্লামেন্টারি ককাসের সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি বলেন, দেশের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে আমাকে কথা বলতে হবে। এ সিন্ডিকেট ব্যবস্থা হলে ব্যবসায়ীদের মধ্যে তিনটি গ্রুপ তৈরি হবে। একটি হচ্ছে ২৫ জন, যারা অতিভাগ্যবান। দ্বিতীয় গ্রুপ হচ্ছে তারা যে আড়াইশ এজেন্সিকে সঙ্গে নিয়ে কাজ করার কথা বলছে। আর বিশাল একটি হতভাগ্য বঞ্চিত গ্রুপ থাকবে ১৫০০-এর বেশি। আমি মনে করি সিন্ডিকেট অবাস্তব। কারণ ৫ লাখ লোককে নিয়ে যাওয়ার দায়িত্ব ২৫ জনকে দেওয়া হলে এটা সম্ভব নয়। বিভিন্ন সময়ে ডাম্পিংয়ের ভয় দেখানো হচ্ছে, বেশি এজেন্সি কাজ করলে ডাম্পিং হবে। আমি মনে করি সিন্ডিকেট হলে ডাম্পিং বেশি হবে। যেনতেনভাবে কাগজপত্র করবে। এর ফলে ডাম্পিং করে ফেলবে। কোনো সন্দেহ নেই, সিন্ডিকেট একটি অস্বচ্ছ প্রক্রিয়া। এতে কোনো জবাবদিহিতা থাকবে না। তিনি বলেন, যখনই ৫ লাখ লোকের জন্য ২৫টি এজেন্সি থাকবে তখন অভিবাসন ব্যয় অনেক বেড়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় শ্রমিকদের অভিবাসন ব্যয় তুলতে ১০ থেকে পনেরো বছর লেগে যায়। ২৫টি গেটওয়ের মাধ্যমে যখন শ্রমিকরা যাবে তখন দারিদ্র্যের মধ্যে ঘুরপাক খাবে। কিছু লোক মানুষের রক্ত চুষে টাকার পাহাড় বানাতে চাচ্ছে। কিছু লোক দেশের মানুষের রক্ত চুষে হীরার খনি তৈরি করতে চাচ্ছে। এটা দেশের জন্য কখনো মঙ্গল বয়ে আনবে না। দেশের মর্যাদা বয়ে আনবে না। প্রধানমন্ত্রী দেখছেন, বুজছেন, শুনছেন। আমার দৃঢ়বিশ^াস তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। তিনি বড় বাধা অতিক্রম করে পদ্মা সেতু করছেন। আজকে আরেকটা পদ্মা সেতু করার মতো বাধাকে অতিক্রম করতে হবে আমাদের এ শ্রমিকদের জন্য। বাংলাদেশের প্রয়োজনে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হচ্ছে না, মালয়েশিয়ার প্রয়োজনে বাংলাদেশ থেকে শ্রমিক যাচ্ছে। আমি মনে করি উপজেলাভিত্তিক এক হাজার জনের বিদেশ পাঠানোর একটি ওয়াদা প্রধানমন্ত্রী করেছিলেন, সেটা কোনোভাবে ২৫টি গেটওয়ে দিয়ে পাঠানো সম্ভব নয়। আমি মনে করি জুনের ২ তারিখের প্রস্তাবটি প্রত্যাখ্যান হওয়া উচিত। এ সমস্যার মূল কারণ বায়রা শক্তিশালী হতে পারেনি। আজকে দেশের উন্নয়নে জনশক্তি রপ্তানিকারকদের আকাশচুম্বী অবদান। বায়রাকে শক্তিশালী করতে হবে। দেশের স্বার্থে, দেশের অভিবাসনের স্বার্থে এই সিন্ডিকেট আমরা রুখব, রুখব, রুখব। বিশেষ অতিথির বক্তব্যে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া বায়রার সাবেক সভাপতি ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী অনলাইনে যুক্ত হয়ে বলেন, বিষয়টি নিয়ে কেন বার্গেনিং হচ্ছে বা কেন এতদিন ঝুলে আছে? আজকে মালয়েশিয়ায় ১০ থেকে ২০ লাখ লোকের চাহিদা আছে। এই ১০ থেকে ২০ লাখ লোক ২৫ জন কীভাবে পাঠাবে? ১০ লাখ লোকও যদি পাঠাতে হয় সেটা কোনোভাবেই ২৫ জনের পক্ষে সম্ভব নয়। নীতিনির্ধারকদের এ কথাটা বুঝতে হবে। তিনি বলেন, গতবার যে ১০ জনের সিন্ডিকেট ছিল, তারা সব লোক পাঠাতে পেরেছে? পারেনি। আমরা জানি গতবার সিকিউরিটি সেক্টর, ইলেক্ট্রনিক সেক্টরসহ যেসব সেক্টরে বিনা পয়সায় লোক যেতে পারবে সেই একটা সেক্টরেও আমরা লোক পাঠাতে পারিনি। কারণ ওইসব সেক্টরে একটা নিয়মনীতি আছে। ওইসব সেক্টরের কর্মীদের কাছ থেকে একটি টাকাও নিতে দেবে না। কর্মীরা আসার আগেই তাদের হাতে এক বা দুই মাসের বেতন, ফেরত যাওয়ার টিকিট দিতে হবে। সার্ভিসচার্জ তারা এজেন্টকে দেবে। সুতরাং ডব্লিউসিএমএইচ সিস্টেম, যা দাতো শ্রী আমিনের সিস্টেম। এ সিস্টেম কখনো বিনা পয়সায় লোক পাঠাবে না। কারণ ইলেক্ট্রনিক সেক্টরে যে লোকগুলো নেবে সেক্টরের মালিকরা যে সার্ভিস চার্জ দেবে পার হেড মিনিমান ৩ হাজার থেকে ৪ হাজার ৫ হাজার রিঙ্গিত। তারা কিন্তু দাতো শ্রী আমিনের হাতে টাকা দেবে না। তারা টাকা দেবে ওয়ার্কারদের হাতে। যে কারণে দাতো শ্রী আমিন কখনো বিনা পয়সায় লোক পাঠাবে না। তিনি বলেন, পুরো ব্যবসাটা যদি মাথায় না থাকে তা হলে সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়া সম্ভব নয়। মোহা. নূর আলী বলেন, যদি ২৫ জনকে শ্রমিক পাঠানোর অনুমতি দেওয়া হয় তবে চার ভাগের এক ভাগও পাঠানো যাবে না। গায়ের জোরে এ সিস্টেম চালু হলে পরে সে দেশে আরেক সরকার এলে তা বন্ধ হয়ে যাবে। মালয়েশিয়ান সিস্টেমকে পরিহার করে আমাদের নতুন সিস্টেম চালু করতে হবে। বাংলাদেশ সরকার ওপেনসিস্টেমের কথা বললে তারা মেনে নেবে। মালয়েশিয়া যে সিস্টেমে কর্মী নিতে চাচ্ছে সেটি সে দেশের রাজনৈতিক নেতারা চান না। দেশটিতে ৫১৩টি এজেন্সি। কিন্তু সেখানে তো কোনো সিন্ডিকেট নেই। তা হলে বাংলাদেশে কেন দেড় হাজার এজেন্সি ব্যবসা করতে পারবে না। দেশটির রাজনৈতিক নেতারা, এমনকি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো শ্রী আমিনের সিস্টেমকে সমর্থন করছে না। এ সিস্টেমকে সমর্থন করা যায় না। যে সিস্টেমের কারণে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ করেছে, সেই সিস্টেম কেন আমরা গ্রহণ করব? তিনি বলেন, সব রিক্রুটিং এজেন্সির মান সমান। যখন ১৫০০ লাইসেন্স কাজ করবে তখন দুর্নীতি হবে না। তিনি বলেন, ২৫ সিন্ডিকেটকে রুখতে হবে। যারা ২৫ জনকে সমর্থন করে তারা প্রত্যেকে দুর্নীতির সঙ্গে জড়িত। তাদের বিশ্বাস করা যায় না। বাংলাদেশে এদের জায়গা নেই। তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। এনআরবির চেয়ারম্যান সেকিল চৌধুরী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দুপক্ষ যদি সিন্ডিকেট না চায় তা হলে সিন্ডিকেট চায় কারা? আজ সিন্ডিকেটের কারণে যদি শ্রমবাজার বন্ধ হয় তবে দুপক্ষ ক্ষতিগ্রস্ত হবে। মালয়েশিয়ার শ্রমবাজার দিয়ে প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেবেন না। সিন্ডিকেটবিরোধী নেতা মোস্তফা মাহমুদ বলেন, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আসার দিন আমরা সচিবালয়ের সামনে মানববন্ধন করব। এবারও যদি সিন্ডিকেট হয় তবে আমরা সহ্য করব না। প্রয়োজনে আন্দোলনে নামব। হাবিবুর রহমান খান বলেন, যারা সিন্ডিকেট করছে তাদের আইনের আওতায় আনতে হবে। এবার সিন্ডিকেট হলে সবাইকে নিয়ে রাস্তায় নামব। সিন্ডিকেটবিরোধী নেতা মোশাররফ হোসেন বলেন, যারা সিন্ডিকেট করছেন আপনারা ভাববেন না আমরা চুপ করে বসে থাকব। প্রয়োজনে কঠোর আন্দোলন হবে। রামরুর চেয়ারম্যান তাসনিম সিদ্দিকী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে কিছু মানুষ সিন্ডিকেটের পক্ষে, বাকিরা বিপক্ষে। তা হলে প্রশ্ন হলো, তারা এত শক্তিশালী হয় কীভাবে? আজ দীর্ঘদিন ধরে বায়রার নির্বাচন বন্ধ। কেন নির্বাচন হচ্ছে না? তাদের গণশত্রু আখ্যা দিয়ে কি আমরা প্রচার করতে পেরেছি। এ সিন্ডিকেটের সদস্যরা তো দেশ ও জাতির শত্রু। তিনি বলেন, যদি এ সিন্ডিকেট গার্মেন্টস সেক্টরে হতো তারা কি পারত এমন অন্যায় দাবি চাপিয়ে দিতে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য যারা ২৫ জনের সিন্ডিকেট করেছে তারা অপরাধ করেছে। তাদের কেন রাষ্ট্র জিইয়ে রেখেছে? মিডিয়া কেন তাদের নাম প্রকাশ করছে না? রাষ্ট্র আজ কেন এই ২৫ জনের কাছে জিম্মি? আমরাও তাদের কাছে জিম্মি। এ সময় রামরু’র চেয়ারম্যান প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলাচিঠি লেখার পরামর্শ দেন ব্যবসায়ী ও রিক্রুটিং এজেন্সিগুলোকে। সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, এ সিন্ডিকেট এত শক্তিশালী হচ্ছে আপনারা ঢাকার সোনারগাঁও হোটেলে মিটিং করতে পারেন না। মনে রাখবেন আপনাদের চেয়ে বড় সিন্ডিকেট কেউ হতে পারে না। আপনারা এখানে মূলধারার। এর পরও সিন্ডিকেট কারা? অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বায়রার সাবেক সভাপতি আবুল বাশার বলেন, ২৫ জন সিন্ডিকেট করছে কিন্তু রাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাদের বিরুদ্ধে রাষ্ট্রের ভূমিকা আমরা দেখতে পাইনি। এর আগে ১০ জন সিন্ডিকেট করে নানা অনিয়ম অপরাধ করেছেন। ১০ সিন্ডিকেট অপরাধ করেও কীভাবে এ দেশে থাকতে পারে! আজ যারা সিন্ডিকেট করতে চাচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, পার্লামেন্টারি ককাসের সেক্রেটারি মিসেস মাহজাবিন খালেদ, রামরুর নির্বাহী পরিচালক ড. সিআর আবরার, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডিন্ট বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বায়রার সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী, শামীম আহমেদ চৌধুরী নোমান, ওয়ারবীর চেয়ারম্যান সাইফুল হক, ফ্রিল্যান্স সাংবাদিক ও অভিবাসন বিশেষজ্ঞ শরিফুল হাসান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪