সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ উদ্‌যাপনে বাড়িতে গিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা, ভুগছিলেন বিষন্নতায়!

news-image

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈদের বন্ধে বাড়িতে এসে ফাঁসিতে ঝুলে সাদিয়া তাবাসুম (২৩) নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বিশমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া তাবাসুম ওই গ্রামের মো. মাহবুবুর রশিদের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, সাদিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। ঈদের কয়েকদিন আগেই সাদিয়া বাড়িতে আসেন। পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন্ও করেন। তবে কিছুদিনের মধ্যেই তাঁর বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার কথা ছিল।

মঙ্গলবার ওই ছাত্রীর বাবা একটি জানাজায় অংশ নিতে যান। এ সময় তাঁর মা বাড়িতে ছিলেন না। এই ফাঁকে সাদিয়া নিজ কক্ষের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দেন।

দীর্ঘক্ষণ সাদিয়ার কোনো খোঁজ না পেয়ে তাঁর চাচাতো ওই কক্ষের সামনে গিয়ে ডেকেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে একটি ফাঁক দিয়ে ঘরের আঁড়ার সঙ্গে সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে লোকজন ছুটে এসে দরজা ভেঙ্গে সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক আগেই সাদিয়ার মৃত্যু হয়েছে।

গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাইনুল রেজা বলেন, প্রাথমিকভাবে জানা যায় নিহত ওই ছাত্রী বিষন্নতায় ভুগছিলেন। নিহতের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে