শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে ওয়ার্নারের ফিফটির বিশ্বরেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : পুরনো দল সানরাইজার্স হায়দ্রাবাকে পেয়ে একেবারে জ্বলে উঠলেন ডেভিড ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালসের হয়ে ঝড়ো ব্যাটে খেললেন অপরাজিত ৯২ রানের ইনিংস। সেইসঙ্গে ক্রিস গেইলকে টপকে গড়লেন দারুণ এক বিশ্বরেকর্ডও।

স্বীকৃত ঘরোয়া টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির কীর্তি গড়লেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। বৃহস্পতিবারের ম্যাচে তিনি ৩৪ বলে ফিফটির দেখা পান। সেইসঙ্গেই ইউনিভার্স বসকে টপকে গেলেন তিনি। টি-টোয়েন্টিতে ওয়ার্নারের ৮৯টি শতরান হল। গেইলের ৮৮টি। এর পরে রয়েছেন বিরাট কোহলি (৭৭), অ্যারন ফিঞ্চ (৭০) ও রোহিত শর্মা (৬৯)।

এর আগে ২০১৬ সালে হায়দ্রাবাদকে অধিনায়ক হিসেবে আইপিএল জিতিয়েছিলেন ওয়ার্নার। কিন্তু গত মৌসুমে খারাপ খেলার কারণে প্রথমে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। এরপর দল থেকেই বাদ দেওয়া হয়। সেই দলকে সামনে পেয়ে জ্বলে উঠলেন ওয়ার্নার। অল্পের জন্য শতরান না পেলেও তার খেলা নজর কেড়েছে। তিনি ৫৮ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান। দিল্লি ২১ রানে ম্যাচ জেতে।