রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাসরঘরে ঢুকে শ্যালকের বউকে ধর্ষণ, ভগ্নিপতি কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় বাসরঘরে স্বামীর সহযোগিতায় নববধূ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি আগের হলেও গতকাল শুক্রবার রাতে গৃহবধূর বাবা বাদী হয়ে মামলাটি করেন। মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ সদরের ভুরভুড়িয়া গ্রামের আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ধুনট উপজেলার বাসিন্দা ফেরদৌস আলমের মানসিক প্রতিবন্ধী ছেলে ফরিদুল ইসলামের সঙ্গে গত ২৩ মার্চ বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতেই নববধূকে বাড়ি নিয়ে যায় বরপক্ষ। রাত সাড়ে ১১টার দিকে বাসরঘরে ঢুকে ফরিদুলের ভগ্নিপতি আলমগীর হোসেন শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে নববধূকে খাওয়ান। তিনি ঘুমিয়ে পড়লে ফরিদুলের সহযোগিতায় আলমগীর সকাল পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করেন। ঘুম ভাঙলে গৃহবধূ দেখতে পান আলমগীর তার বিছানা। আর স্বামী পাশের একটি বিছানায় ঘুমিয়ে আছেন। বিষয়টি স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে জানালেও তারা তাতে কর্ণপাত করেননি; উল্টো মেয়েটিকে মারধর করা হয়। পরের দিন আলমগীর ফের একই কৌশল অবলম্বন করতে নিলে গৃহবধূ বুঝতে পারে বিষয়টি তার বাবাকে জানান। পরে তারা এসে মেয়েকে নিয়ে যান।

এ ঘটনায় করা মামলায় নববধূর স্বামী ফরিদুল ইসলাম, ভগ্নিপতি আলমগীর হোসেন ও শ্বশুর-শাশুড়িকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া নববধূর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হবে।

 

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত