শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘শিল্পীরা এমন কাজ করতে পারেন, ভাবতেও পারি না’

news-image

বিনোদন প্রতিবেদক : টিপ পরা শিক্ষিকার প্রতি এক পুলিশ সদস্যের ছুঁড়ে দেওয়া প্রশ্ন ছিল, ‌‘টিপ পরছোস কেন?’ প্রশ্নকর্তার সেই প্রশ্নের তাৎক্ষণিক জবাব মেলে সামাজিক যোগাযোগমাধ্যমে। সোশাল হ্যান্ডেলে নিজ দেয়ালে সাধারণ মানুষসহ শিল্পীরা টিপ পরা ছবি প্রকাশিত করে উত্তর দিয়েছেন। যেখানে অংশ নিয়েছেন পুরুষ শিল্পীরাও। তবে বিষয়টি নিয়ে এবার উল্টো পথে হাঁটলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। টিপ পরায় করেছেন সমালোচনা।

ফেসবুকে সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, প্রাণ রায় ও মনোজ প্রামাণিকের টিপ পরা ছবি পোস্ট করে সিদ্দিক প্রশ্ন তুলেন, ‘আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি?’

এরপর লেখেন, ‘আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।’

অভিনেতা সিদ্দিকের এমন পোস্ট ঘিরে ইতোমধ্যেই শোবিজ পাড়ায় চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে এই অভিনেতা বলেন, ‘আমার মনুষ্যত্ব তো কারও কাছে বিক্রি করব না! মানুষ বেঁচে থাকে তার ব্যক্তিত্ব ও মনুষ্যত্বের জন্য। শিল্পীরা যে এমন কাজ করতে পারেন তা আমি ভাবতেও পারি না।’

তিনি আরও বলেন, ‘রমজান মাস, পবিত্রতা রক্ষা করতে হবে। আমরা মুসলিম দেশে বসবাস করি। এমনিতেই বাংলাদেশের মানুষের লোকদের ধারণা, মিডিয়ার লোকগুলো ইসলামবিরোধী, খারাপ! এর মধ্যে কিছু পাগল শিল্পী, আমি তাদের পাগলই বলব! দেশে হাজার হাজার ঘটনা ঘটে, যেগুলো মাত্রারিক্ত। সেগুলো নিয়ে কিছু নাই অথচ একজন সার্জেন্ট (কনস্টেবল) কী বলেছে, সেটা নিয়ে এমন সময় এমন কিছু করল! শিল্পীরা তো ধর্মের ওপরে না। মানব জাতিও ধর্মের ওপরে না। শিল্পীদের মন এত ছোট হওয়া যাবে না।’

উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। তিনি অভিযোগ করেন, ‘হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন “টিপ পরছোস কেন” বলেই বাজে গালি দেন তাকে। ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক।’

ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যায় সেই ব্যক্তি। পরবর্তী সময়ে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন লতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করছেন অগুনতি মানুষ। পরে অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেককে সাময়িক বহিস্কার করে প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ