রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধ আরও দীর্ঘ হচ্ছে?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশে রাশিয়া তাদের কিছু সেনা মোতায়েন করতে পারে, যাতে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে তাদের পাঠানো যায়, যেখানে ইউক্রেনের সেনারা তীব্র প্রতিরোধ গড়ে তুলছে। খবর বিবিসির।

এর আগে গত মাসেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যুদ্ধ দীর্ঘ হওয়ার আশঙ্কার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন।

জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন চান ৮২তম এয়ারবোর্ন ডিভিশন আরও কিছু সময় ইউরোপে থাক আর তার সাথে ভূমধ্যসাগরে থাকুক বিমানবাহী রণতরী।

কিরবি আরও বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর রাশিয়া তার অল্পসংখ্যক সেনাকে চারপাশ থেকে সরিয়ে নিয়েছে। ইউক্রেনে আসা রুশ সেনাদের উদ্দেশ্য কী এবং তারা কতদিন ধরে ইউক্রেনের মাটিতে অবস্থান করছে তা স্পষ্ট নয়। কিন্তু তাদের ফেরত পাঠানোর কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না।

পেন্টাগনের এই মুখপাত্র বলেন, বেলারুশে সেনাদের পুনর্বাসন করা হচ্ছে। যাতে তাদের যুদ্ধে ফেরত পাঠানো যায় এবং ইউক্রেনের অন্য কোথাও ব্যবহার করা যায়। রাশিয়া বলেছে যে তারা দনবাস অঞ্চলে তার কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা করছে।

রাশিয়ার একজন জ্যেষ্ঠ সামরিক নেতা সের্জেই রুদস্কই গত সপ্তাহে বলেছিলেন যে, ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম পর্যায় শেষ হয়ে গেছে এবং সৈন্যরা এখন তাদের প্রধান লক্ষ্য অর্থাৎ দনবাসদের মুক্তির দিকে মনোনিবেশ করবে। এখানে কিছু সময় যেতে পারে।এটা হয়তো কয়েক দিন বা কয়েক সপ্তাহে হয়ে যাবে না। এর জন্য আরও লম্বা সময় লাগতে পারে।

কিরবি বলেন, বিধ্বস্ত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে কিছু এলাকা থেকে রুশ বাহিনী চলে গেছে বলে জানতে পেরেছে যুক্তরাষ্ট্র। তবে স্বাস্থ্যগত ঝুঁকি বা অন্য কোনো ধরনের জরুরি অবস্থা বা সংকটের কারণে তারা ওই এলাকা ছেড়েছে, এমন নয়।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪