রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

১৪ দিন পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে টানা ১৪ দিন পর আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে। এটিই দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি।

রোববার সকাল থেকে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পুরোদমে পাথর উত্তোলন শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লি. (এমজিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে খনির উৎপাদন ইতিহাসে নয়া রেকর্ড গড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি। কিন্তু পাথর উৎপাদন ও উন্নয়ন কাজে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) অভাবে চলতি মাসের ১২ মার্চ সকাল থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।

সূত্রমতে, বিস্ফোরক দ্রব্য খনি কর্তৃপক্ষের (এমজিএমসিএল) সরবরাহ করার দায়িত্ব। কিন্তু সময়মতো তা সরবরাহ না করায় খনির উৎপাদন বন্ধ করে দেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

সেসময় এমজিএমসিএল জানিয়েছিল, করোনা পরিস্থিতি ও সাম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সময়মতো বিস্ফোরক দ্রব্য আমদানি করা সম্ভাব হয়নি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে খনিতে বিস্ফোরক দ্রব্য সরবরাহ করা হবে। এরই প্রেক্ষিতে গতকাল শনিবার খনি কর্তৃপক্ষ বিস্ফোরক দ্রব্য সরবরাহ করে। আজ রোববার থেকে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি ফের খনির পাথর উত্তোলন শুরু করে।

এমজিএমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান বলেন, রোববার সকাল থেকে মধ্যপাড়া খনি থেকে পুনরায় পাথর উত্তোরন শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪