রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এক ডালে হাজার টমেটো

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের টমেটোচাষি ডগলাস স্মিথের খেতে গাছের এক ডালেই ১ হাজার ২৬৯টি চেরি টমেটো ধরেছে। এর আগে অন্য কারও খেতে গাছের এক ডালে একসঙ্গে এত টমেটো ধরেনি। এর মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে ডগলাসের নাম। গিনেস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে,

ডগলাসের বাড়ি যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের হার্টফোর্ডশায়ারে। পেশায় আইটি ম্যানেজার তিনি। পাশাপাশি বাড়ির পেছনে গ্রিনহাউসে ফল-সবজি চাষ করেন। সেখানেই গাছের একটি ডালে ১ হাজার ২৬৯টি চেরি টমেটো চাষ করে বিশ্ব রেকর্ড গড়েছেন ডগলাস। গত বছরের সেপ্টেম্বরে তিনি গাছ থেকে এসব টমেটো সংগ্রহ করেন।

আগের বিশ্ব রেকর্ডটিও ডগলাসের দখলে ছিল। কয়েক সপ্তাহ আগে ওই রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি পান তিনি। ওই সময় তার খেতে একটি গাছের ডালে ৮৩৯টি টমেটো ধরেছিল।

এর আগে ২০২০ সালে যুক্তরাজ্যের সবচেয়ে বড় টমেটো চাষের রেকর্ডও গড়েছিলেন ডগলাস। তার গ্রিনহাউসে জন্মানো বৃহদাকারের ওই টমেটোর ওজন ছিল ৩ দশমিক ১০৬ কেজি। তবে এ জন্য বিশ্ব রেকর্ড গড়া হয়নি তার। কেননা বিশ্বের সবচেয়ে বড় টমেটো চাষের রেকর্ড যুক্তরাষ্ট্রের ড্যান সাউদারল্যান্ডের দখলে। ওই বছর সাউদারল্যান্ডের খেতে জন্মানো বিশ্বের সবচেয়ে বড় টমেটোর ওজন ছিল ৪ দশমিক ৮৯৬ কেজি।

গিনেস কর্তৃপক্ষ ডগলাসকে একজন স্বাধীন উদ্যানতত্ত্ববিদ হিসেবে পরিচয় দিয়েছে। চাকরির কারণে তিনি প্রতিদিন নিজের ফল-সবজির খেতে সময় দিতে পারেন না। সপ্তাহে চার ঘণ্টার কিছু বেশি সময় তিনি এখানে ব্যয় করেন। ফল ও সবজি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পছন্দ করেন।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪