রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শতভাগ বিদ্যুতায়নের কথা ‘সরকারের মিথ্যা প্রচার’ : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশ এখন একটা লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লুটপাট আওয়ামী লীগের কেমিস্ট্রির মধ্যেই আছে। দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণাও ক্ষমতাসীনদের মিথ্যা প্রচারণা।

আজ সোমবার প্রধানমন্ত্রী পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের পর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আজ থেকে নাকি শতভাগ বিদ্যুৎ বাস্তবায়ন হলো। কীসের মূল্যে, কার মূল্যে এটা করলেন? এটা প্রকাশ করতে পারেনি, মিথ্যা কথা প্রচার করছে তারা। দুর্নীতি করার জন্য, তাদের সম্পদ বাড়ানোর জন্য তারা আজকে জনগণের পকেট কেটে এই সম্পদ তৈরি করছে। এই মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হচ্ছে, সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না।

দেশের মানুষের অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, টিসিবির ট্রাকের পেছনে গিয়ে যারা দাঁড়ায় ন্যায্যমূল্যে পণ্য কেনার জন্য-তাদের কারো উন্নতি হয়নি। গ্রামের কৃষক, শ্রমিক, স্বল্প বেতনের শিক্ষক, ছোট ব্যবসায়ী, হকার তাদের অবস্থার পরিবর্তন হয়নি। অবস্থার পরিবর্তন হয়েছে আওয়ামী লীগের সঙ্গে ভাগাভাগি করে লুটপাট করছে যারা, তাদের।

বর্তমান অবস্থার পরিবর্তনে ঐক্যের কোনো বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছি। এই অবস্থায় বর্তমান সরকারকে বিদায় করা ছাড়া বিকল্প নেই। সেই লক্ষ্যে গণতন্ত্রে বিশ্বাসী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল।

মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান (অব.) মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, গণঅধিকার পরিষদ আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, বিএনপি নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডা. শাহাদাত হোসেন, শিরিন সুলতানা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪