রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পিলারে ফাটল, মতিঝিলের মডার্ন ম্যানশন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিলের মডার্ন ম্যানশন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গত তিন দিন আগে ১৫ তলার ওই ভবনের পিলারে ফাটল দেখা দিয়েছে। পরে পরিস্থিতি ঘুরে দেখার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই ঘোষণা দেয়।

বুধবার দুপুরে সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক শাহজাহান সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫৩ মতিঝিল হোল্ডিংয়ের ওই ভবনে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। ভবনের দোতলায় তিনটি এবং তিন তলায় দুটি পিলারে ফাটল দেখা দেয়ায় এটিকে ঝুঁকিপূর্ণ ভবন বলা হয়েছে।

এই কর্মকর্তা জানান, ভবনটি অনেক পুরানো। ১৯৬২ সালের ১৪ নভেম্বর ভবনটি নির্মাণের অনুমোদন দেয়া হয়। বহুতল এই ভবনে ব্যাংক, গণমাধ্যমের কার্যালয়, রেস্তোঁরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

গত রোববার সন্ধ্যায় ফাটল দেখা দেয়ার খবর পেয়ে সেখানে পরিদর্শনে যায় ফায়ার সার্ভিসের একটি দল। তারা তৃতীয় তলার পিলারসহ দেয়ালের বেশ কিছু জায়গা থেকে প্লাস্টার খসে পড়তে দেখেন। এরপর তারা ভবনটি ব্যবহারে ‘নিরুৎসাহিত’ করে। এসময় ভবনটি থেকে লোকজনকে নেমে আসতে বলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪