রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএমএসএফের নাম ও লোগো ব্যবহার : বহিষ্কৃত ৭ জনের বিরুদ্ধে মামলা

news-image

আদালত প্রতিবেদক : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের নাম, লোগো অবৈধভাবে ব্যবহারের অভিযোগে বহিষ্কৃত সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে কপিরাইট আইনে এ মামলা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি ও প্রধান সমন্বয়কারী আবু জাফর জমাদার @ আহমেদ আবু জাফর বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবাদীরা হলেন- সংগঠনের সাবেক সভাপতি দৈনিক সমকালের শরিয়তপুর প্রতিনিধি শহিদুল ইসলাম পাইলট এবং সাবেক সহসভাপতি বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাঈদুর রহমান রিমন, দৈনিক অন্য দিগন্তের চট্টগ্রাম প্রতিনিধি সোহাগ আরেফিন, দৈনিক সরেজমিনের বার্তা রিপোর্টার শারমিন সুলতানা মিতু, দৈনিক স্বাধীন বাংলার নিজস্ব প্রতিবেদক এনামুল কবির সোহেল, দৈনিক আজকের পরিবর্তনের ঝালকাঠি প্রতিনিধি রিয়াজুল ইসলাম বাচ্চু ও সংবাদ টিভির চেয়ারম্যান জুয়েল খন্দকার।

মামলায় বলা হয়, ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম থেকে অনৈতিক, প্রতারণা, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে বহিষ্কৃত হওয়ার পরও তারা নাম, লোগো অবৈধভাবে ব্যবহার করে প্রতারণা আসছে। এরা সংগঠনকে অন্যায়ভাবে ব্যবহার করে ফায়দা লোটার চেষ্টা করছে। তাদের এই অবৈধ কমর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ক্ষুব্ধ।

এদিন মামলার সময় আদালত প্রাঙ্গণে ঢাকা জেলা দক্ষিণ সভাপতি রেজা নওফল হায়দার, মোশারফ হোসেন নীলু, ময়মনসিংহ জেলা সভাপতি শিবলী সাদিক খান, ট্রাস্টি সদস্য রফিকুল ইসলাম খান মিরপুরী, জাতীয় পরিষদ সদস্য ইমন দাস, আলী হোসেন, মাহবুব আলম জীবন চৌধুরী, রেজাউল করিম, এসএম রাসেল, সুমন খান, জীবন চৌধুরী, সোহেল রানা, স্বাধীন সরকার, আফজাল হোসেন জাকির, ওয়াহিদুজ্জামান মোল্লা, শাম্বু শাকিল প্রমূখসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাদীর আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বলেন, ‌‘আসামিদের বিরুদ্ধে কপিরাইট ২০০০ (২০০৫ সালের সংশোধিত এর ৭৬ ধারা) আইন লঙ্ঘনের অভিযোগ থাকায় আমরা স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে বিজ্ঞ জেলা ও দায়রা আদালতে মামলা দায়ের করেছি। আশা করছি, আমরা ন্যায় বিচার পাবো।’

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪