রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার আলিয়া মাদ্রাসা রক্ষায় সুরক্ষা কমিটি গঠন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া রক্ষায় সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার সাবেক ছাত্ররা এ কমিটি গঠন করেছে।

শনিবার রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে এই কমিটির ঘোষণা আসে। এসময় লিখিত বক্তব্য দেন আলীয়া মাদ্রাসা সুরক্ষা কমিটির আহ্বায়ক আবদুছ ছবুর মাতুব্বর।

এ সময় তিনি আলিয়া মাদ্রাসা রক্ষায় তাদের দাবি তুলে ধরেন এবং কর্মসূচি ঘোষণা করেন।

দাবিগুলো হলো-

১. বর্তমান মাদ্রাসার অধ্যক্ষের আর্থিক দুর্নীতির (তদন্তে প্রমাণিত) কারণে তাকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে এবং দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে সুষ্ঠু অনুসন্ধান করে বিচারের কাঠগড়ায় আনতে হবে।

২. মাদ্রাসার হল সুপার ও সহ-হল সুপারের বাসভবন ভেঙে ফেলার ওয়ার্ক অর্ডার ২৪ ঘণ্টার মধ্যে বাতিল ঘোষণা করতে হবে।

৩. ছাত্রদের নামে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৪. মাদ্রাসা শিক্ষা বোর্ড, জেল সুপার ও সিটি কর্পোরেশন কর্তৃক দখলকৃত আলিয়া মাদ্রাসার জমি আগামী ৩ মাসের মধ্যে ফেরত দিতে হবে।

৫. ছাত্র-ছাত্রীদের আরও আবাসিক হল নির্মাণ করতে হবে।

সম্মেলনে আবদুছ ছবুর মাতুব্বর বলেন, রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা দীর্ঘ আড়াইশত বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। বিশাল এই মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থীর জন্য একটি মাত্র আবাসিক হল রয়েছে। যার নাম আল্লামা কাশগারী ছাত্রাবাস।

তিনি আরও বলেন, স্বাধীনতার স্বপক্ষ শক্তি আওয়ামী লীগ সরকারের মধ্যে লুকিয়ে থাকা কিছু সংখ্যক কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে পড়েছে মাদ্রাসাটি। তারা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভবন তৈরির নামে একমাত্র ছাত্রাবাস আল্লামা কাশগারী হলের সুপার ও সহ-সুপারের বাস ভবন ভেঙে ফেলার জন্য দরপত্র দিয়েছে। অত:পর ওয়ার্ক অর্ডার (কার্যাদেশ) ইস্যু করেছে।

তিনি বলেন, আমরা প্রাক্তন ছাত্ররাসহ আলিয়া মাদ্রাসার সকল শিক্ষার্থী এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই সিদ্ধান্তকে আলিয়া মাদ্রাসা ধ্বংসের একটি গভীর ষড়যন্ত্র মনে করছি। ষড়যন্ত্রকারীদেরকে ষড়যন্ত্র বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪