রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রেনেড হামলা : দুই পুলিশ কর্মকর্তার জরিমানার অর্থ জমার আবেদন মঞ্জুর

news-image

আদালত প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান এবং সাবেক পুলিশ সুপার ওবায়দুর রহমান খানকে দেওয়া অর্থদণ্ডের টাকা জমার আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামিদের দেড় লাখ টাকা করে জরিমানার অর্থ জমা দেওয়ার আবেদন মঞ্জুর করেন।

ওই ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভুইয়া জানান, ২০১৮ সালের ১০ অক্টোবর মামলাটির রায় হয়। সেসময় এই দুই আসামি পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়ে তিনটি ধারার প্রত্যেকটিতে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের প্রত্যেক ধারায় ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেক ধারায় আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, ২০১৯ সালের ২৮ জানুয়ারি তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর তারা আপিল করেছিলেন। তাদের সাজা খাটা শেষ হওয়ায় আপিল বিভাগ তাদের অর্থদণ্ডের টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী তারা অর্থদণ্ডের টাকা জমা দেওয়ার অনুমতি নিলেন।

এ মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে মামলা দুটিতে বিএনপি-জামায়াত সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪