রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আর খেলবেন না, পরিণতি ভয়ঙ্কর হবে: গণফোরাম

news-image

নিজস্ব প্রতিবেদক ; সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে গণফোরামের একাংশ বলেছে, জনগণকে নিয়ে আর খেলবেন না। পরিণতি খুবই ভয়ঙ্কর হবে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরামের উদ্যোগে ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও তেল-গ্যাস এবং ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এসব কথা বলে দলটি।

গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতির অন্যতম কারণ বাজারে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। তারা লুটপাট, দুর্নীতি, জনগণের পকেটের পয়সা আত্মসাৎ করায় ব্যস্ত।

আমাদের দলীয় স্বার্থে নয় দেশের স্বার্থে একটা জাতীয় নিরপেক্ষ নির্দলীয় সরকারের মাধ্যমে আগামীতে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করবো বলেও ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এই অবৈধ সরকারের কোন চিন্তাই নেই। কারণ তারা জনগণ নিয়ে ভাবে না। জনজীবনের মান নিয়ন্ত্রণে তাদের কোন উদ্যোগ নেই। জনতার উপর তাদের কোন দায়বদ্ধতাও নেই।

সরকারকে উদ্দেশ্য করে সুব্রত চৌধুরী বলেন, জনগণকে নিয়ে আর খেলবেন না। পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। পূর্বের স্বৈরাচারদের পতন কিভাবে হয়েছিলো- তা দেখে শিক্ষা নিন। আমরা আপনাদের থেকে কিছুই আশা করি না। শুধু একটাই চাওয়া ক্ষমতা ছেড়ে দিয়ে এদেশের জনগণকে মুক্তি দিন। নইলে জনতা আপনাদেরকে অবৈধ সিংহাসন থেকে টেনে হিচড়ে নামাবে।

মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে গণফোরাম নির্বাহী সভাপতি একেএম জগলুল হায়দার আফ্রিক, মহসীন রশিদ, সভাপতি পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশ শেষে গণফোরাম মিছিল নিয়ে শহীদ মিনার অভিমুখে যাত্রা করে। মিছিল থেকে ন্যায্যমূল্যে চাল-ডাল ও তেল দে নইলে গদি ছাইড়া দে, দ্রব্যমূল্যের লুটেরা সিন্ডিকেট ভাঙ্গো, নয়তো এই অবৈধ সংসদ ভেঙ্গে দাও, গ্যাস ও ওয়াসার পানির মূল্য বৃদ্ধি মানে না জনগণ, মন্ত্রীরা সব করে কি খায় দায় ঘুমায় নাকিসহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন নেতাকর্মীরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভা শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন মোস্তফা মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪