রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গেম খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে কিশোর খুন

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল গেম (ফ্রি-ফায়ার) খেলাকে কেন্দ্র করে রবিন (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে ফতুল্লার উত্তর নরসিংপুর টাওয়ারপাড় এলাকার মোতালিব মিয়ার মালিকানাধীন খালি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রবিন ফতুল্লার মুসলিমনগর এলাকার ইমান আলী ভান্ডারীর ছেলে। সে বিসিকে একটি রেস্টুরেন্টে চাকরি করে।

এ ঘটনায় স্থানীয় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলো মুসলিমনগর এলাকার ভাড়াটিয়া অনিক, আরমান, সুজন।

ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল আলম ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান। পরে তারা নিহতের পরিবারের সাথে কথা বলে তাদের শান্তনা দেন এবং হত্যাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আশ্বস দেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান স্থানীয় ও নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, মোবাইলে ফ্রি-ফায়ার খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে ঝগড়া করে কয়েকজন মিলে মারধর করতে থাকে। একপর্যায়ে ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। এবং ধারালো ছোরা দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পর তিনজনকে আটক করা হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল আলম বলেন, ‘হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। নিরীহ কাউকে হয়রারি করা হবে না। ইতোপূর্বে তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪