রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সবচেয়ে বড় অবদান ভারতের : ফজলে হোসেন বাদশা

news-image

অনলাইন ডেস্ক : সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতকে সবচেয়ে বড় অবদানকারী হিসেবে অভিহিত করেছেন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় দেশের ছাত্রনেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাদশা। গতকাল রোববার এক সাক্ষাৎকারে তিনি ভারতের এ অবদানের কথা উল্লেখ করেন বলে সংবাদ সংস্থা এএনআইর বরাত দিয়ে দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

এএনআইর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাদশা বলেছেন, যে বাংলাদেশ সবসময় ভারতের সঙ্গে সাংস্কৃতিক এবং অন্যান্য দিক থেকে ঘনিষ্ঠ সম্পর্ক অনুসরণ করেছে। কারণ ভারত বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সবচেয়ে বড় অবদান রেখেছে।

মুক্তিযুদ্ধের চেতনা এবং একটি জাতি হিসেবে বাংলাদেশের ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে বাদশা বলেন, ‘ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং আমরা ভারতের সংবিধান দ্বারা প্রভাবিত যেটিতে সব ধর্ম ও সব ধরনের মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাই সবসময় আমাদেরও লক্ষ্য ছিল।’

‘কিন্তু রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ এই ধারণাকে বাধাগ্রস্ত করেছিল কারণ জেনারেল জিয়াউর রহমান আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন। জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদ সেনাশাসন এনেছিলেন, যা আমাদের সংবিধান এবং আমাদের রাজনীতির দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছিল। তারা ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেছে, যা আমাদের ধর্ম নিরপেক্ষ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ছিল।’

বাংলাদেশি সমাজের জন্য তার দৃষ্টিভঙ্গি এবং তরুণ প্রজন্মের মধ্যে ধর্মনিরপেক্ষতার মূল্যবোধকে শক্তিশালী করার বিষয়ে তার ধারণার কথা বলতে গিয়ে বাদশা আরও বলেন, ‘আমরা এখনো বাংলাদেশকে একটি পরিপূর্ণ ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে গড়ে তোলার জন্য লড়াই করছি। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে যেভাবে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, সেইভাবে সংবিধান ফিরিয়ে আনার দাবিতে আমরা আজ সেই চেষ্টা করছি। সেই সংবিধান আমাদের মূলনীতির ভিত্তি, আমাদের বাংলাদেশ গড়ার ভাবনা।’

‘আমি স্বীকার করছি যে আমরা মুক্তিযুদ্ধের মূল ধারণা থেকে এখনো অনেক দূরে। সংবিধান, শিক্ষাব্যবস্থা, জনগণের ইস্যুতে সেসব ভাবনা থেকে সরে যেতে দেখা যায়। আমরা মুক্তিযুদ্ধের ধারণার কাছাকাছি নই’- যোগ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪