রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের আমন্ত্রণেই সিলেটে শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আমন্ত্রণেই সিলেটে এসেছেন তিনি। শাবিপ্রবিতে কিছু সমস্যা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সকলে মিলে সেই সমস্যার সমাধান করবো। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজকর্ম কেমন চলছে, সেগুলো দেখব। আর শাবিপ্রবির সৃষ্ট সমস্যা খুব বড় কিছু নয়, সকলের সহযোগিতা নিয়ে তা সমাধান করা হবে।’

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি সিলেট সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিকের দিকে গেলে খুব শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার প্রচার ও প্রসারে প্রতি খুবই আন্তরিক। এই সরকার জনগণের যে অভূতপূর্ব কাজ করেছে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপযোগী পরিবেশে পড়ালেখা করুক, ভাল থাকুক, সেটা সরকার চায়। শুধু শাবিপ্রবি নয়, সারা দেশের উচ্চ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এসব সমস্যা রয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান যেনো ভালভাবে চলে, শিক্ষার পরিবেশ যাতে ভাল থাকে, সুন্দর থাকে, শিক্ষার্থীরা সুন্দর পরিবেশের মধ্যে থেকে গবেষণা ও জ্ঞান অর্জন করে সুযোগ্য নাগরিক হতে পারে, সে চেষ্টা আমাদের রয়েছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা সব জায়গা থেকে দেখি কিছু মদদ থাকে। বিভিন্ন স্থানে অনুপ্রবেশ করে ঘোলা পানিতে মাছ শিক্ষারের চেষ্টা করে। ফলে সকলের সম্মিলিত প্রয়াসে আমরা সেগুলোকে বন্ধ করতে পারবো। যাতে আর কিছু করতে না পারে। কেননা, অনেক বড় প্রতিষ্ঠান হিসেবে সমস্যা হতেই পারে, নানা ধরনের ভুলভ্রান্তি, ভুল বুঝাবুঝি হতেই পারে, যে কোনো সমস্যাই সমস্যা নয়, যদি আমরা সেটা বাড়িয়ে না তুলি। এখানে যেভাবে সমস্যার সমাধান হবে, এরকম সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা সমস্যা সমাধানে উদ্যোগ নিতে পারবো।’

সিলেটে অবস্থানকালে শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন কাজসহ কয়েকটি বিষয়ে আলোকপাত করবেন ও ‍ঘুরে দেখবেন। উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪