রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যেভাবে গোপনে আতশবাজি বিক্রি হয় শাঁখারিবাজারে

নিউজ
পুরান ঢাকার শাঁখারিবাজার এলাকার কয়েকটি গলির মাথায় ও দোকানের কোণে কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন তরুণ ও কিশোর। যাদের বেশিরভাগেরই বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে। আতশবাজির বড় বাজার হিসেবে পরিচিত হলেও শাঁখারিবাজারের দোকানগুলোতে সচরাচর আগের মতো আতশবাজি পাওয়া যায় না। কিন্তু কেউ কিনতে এসে খোঁজাখুঁজি করলে কোনো না কোনোভাবে টের পেয়ে যায় গলি ও দোকানের কোণায় দাঁড়িয়ে থাকা ছেলেগুলো। তখনই চার-পাঁচজন এসে হাজির। গলির ভেতর ডেকে নিয়ে চলে দরদাম। এভাবেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলে আতশবাজির বিকিকিনি।

বিদায়ী বছরের শেষ দিন ও নতুন বছরের আগমনকে কেন্দ্র করে প্রতি বছর ৩১ ডিসেম্বর আতশবাজিসহ উৎসব-আয়োজনে রাতটি উদযাপন নতুন কিছু নয়। তবে উদযাপন যে কখনো কখনো কাল হয়ে দাঁড়ায় তার বড় উদাহরণ এবারের ‘থার্টি-ফার্স্ট নাইট’।

বাজি কখনো দোকানে আইসা চাইলে পাইবেন না। সামনে হাঁটতে থাকেন, দোকানের আশপাশে গলির মাথায় পোলাপাইন দেখবেন। ওদের কাছে চাইলেই পাইবেন। ৫০ টাকা করে দাম পড়বো

রাজধানীর মোহাম্মদপুরে আতশবাজির বিকট শব্দের ভয়ে মৃত্যু হয়েছে সাড়ে চার মাস বয়সী শিশুর। ফানুস ওড়াতে গিয়ে রাজধানীতেই ঘটেছে অন্তত ১০টি ভয়াবহ অগ্নিকাণ্ড। উড়ে যাওয়া ফানুস বৈদ্যুতিক তারের ওপর পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ারও খবর পাওয়া গেছে। জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সারাদেশ থেকে থার্টি ফার্স্ট নাইটে ফানুস থেকে ঘটা ২০০টি অগ্নিকাণ্ডের খবর এসেছে ফায়ার সার্ভিসে। যে কারণে দেশে ফানুস ওড়ানো নিষিদ্ধ করার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দাবিও তোলা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও আতশবাজি ও ফানুস নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আতশবাজি নিষিদ্ধের সঙ্গে সঙ্গে ফানুসও নিষিদ্ধের দাবি তোলা হয় বিভিন্ন মহল থেকে।

যদিও রাজধানীতে ‘থার্টি-ফার্স্ট নাইট’ উদযাপনে ছিল বেশকিছু নিষেধাজ্ঞা। পটকা আতশবাজি যেন না ফোটানো হয়, সে ব্যাপারেও বারবার সাবধান করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির ছাদে অবাধে আতশবাজি ফোটানো নিয়ে এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সেই রাতে সাংবাদিকদের প্রশ্নের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আতশবাজি থামানোর বিষয় নয়। হাত দিয়ে আটকে রাখা যায় না। আতশবাজি না ফোটাতে আমি অনুরোধ করেছি, দয়া করে ফোটাবেন না। আতশবাজি ফোটায় একেবারে টিনেজ ছেলে-মেয়েরা। বাড়িতে গিয়ে দেখেন, আপনার ছোট ভাই দুটি আতশবাজি কিনে ফোটাচ্ছে। এত বিধিনিষেধ দিয়ে নিয়ন্ত্রণ করাটাও কঠিন। আমরা ঘরে ঘরে গিয়ে নিষেধ করতে পারবো না। নগরবাসীকে অনুরোধ করেছিলাম, বয়স্ক মানুষ ও অসুস্থ মানুষের কথা ভেবে এটা সীমিত রাখবেন। আমি আশা করবো, যারা এই আতশবাজি ফোটাচ্ছেন, তাদের শুভবুদ্ধির উদয় হোক।’

মানুষ যদি স্বেচ্ছায় নিজে থেকে সাবধান ও সচেতন না হয়, তবে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়- ডিএমপি কমিশনারের এমন অসহায়ত্বের উদাহরণ রাজধানীর মিরপুরের বাসিন্দা মুরাদ হোসাইন। তিনি বলছিলেন, ‘আমি নিজেই তো ২০টা ফানুস কিনেছি। পরিবার নিয়ে উড়িয়েছি।’

থার্টি-ফার্স্ট নাইটে ফানুস কিনতে গিয়ে আতশবাজির দোকানের ভিড়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘সন্ধ্যার পর থেকে মার্কেটে মানুষের ভিড় লেগে ছিল। অমুক দোকানে আতশবাজি বিক্রি হয়, এটা খবর পাওয়া মাত্রই মানুষ সেখানে গিয়ে ভিড় জমায়। একপর্যায়ে দোকানদার না দিতে পেরে অসহায়ত্ব প্রকাশ করেছে। মানুষ এতটাই আতশবাজি ও ফানুস কেনার জন্য আগ্রহী হয়েছিল।’

থার্টি-ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো নিষিদ্ধ ছিল কি না জানতে চাইলে ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মো. ফারুক হোসেন জাগো নিউজকে বলেন, ‘ফানুস বন্ধ করার কোনো আইন নেই। এ ব্যাপারে নগরবাসীকেই সচেতন হতে হবে। আমরা নির্দেশনা দিয়েছিলাম, যদি নগরবাসী না মানে, তাহলে তো আর মামলা দিয়ে ধরে আনা সম্ভব নয়। আগামী বছর যেন এমন না ঘটে, এজন্য এর উৎসটাকেই আমরা বন্ধ করার ব্যবস্থা নেবো।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘যারা ফানুস বিক্রি করছেন, তাদের সঙ্গে কথা বলে আমরা বিক্রি ও আমদানি যাই হোক না কেন বন্ধ করার ব্যবস্থা করবো। আগামী বছর বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সাবধান করে দিয়ে আসবো যে, আপনার বাসা থেকে যদি ফানুস ওড়ান তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরকম কিছু পদক্ষেপ আমরা আগামী থার্টি-ফার্স্ট নাইটে নিতে পারি।’

যেভাবে গোপনে আতশবাজি বিক্রি হয় শাঁখারিবাজারেশাঁখারি বাজারের এই গলির মাথায় ও দোকানের কোণায় দাঁড়িয়ে থাকে তরুণ-কিশোররা, তারাই ঘুরে ঘুরে বিক্রি করছে আতশবাজি/ছবি: জাগো নিউজ

বাংলাদেশে ঢালাওভাবে ফানুস ওড়ানোর বিষয়টা নতুন হলেও এর সঙ্গে জড়িয়ে আছে বেশকিছু বিষয়। বৌদ্ধ ধর্মের উৎসব— প্রবারণা পূর্ণিমা কিংবা পুরান ঢাকার সাকরাইন উৎসবেও ফানুস ওড়ানো হয়।

বিষয়টি কীভাবে সমন্বয় করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘ধর্মীয় রীতিতে যারা ফানুস ওড়াচ্ছেন, তাদের ব্যাপার আলাদা। তাদের দিন আর থার্টি-ফার্স্ট নাইট তো একই দিনে নয়। তাদের ধর্মীয় দিনে তারা ওড়াবেন, তখন তো আর সারাদেশ ওড়াবে না। কিন্তু থার্টি-ফার্স্টে তো নগরবাসী লাখ লাখ ফানুস একসঙ্গে ওড়াচ্ছে। ঘনবসতির শহর হিসেবে ঢালাওভাবে ওড়ালে একটা ঝুঁকি তো আছেই। এছাড়া সাকরাইনে খুবই কম সংখ্যক ফানুস উড়বে। তারা এটা নতুন ওড়াচ্ছেন না। প্রতি বছরই তারা এটা করেন এবং তাদের চর্চা হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষ যখন নতুন ওড়াতে যান, তখন ঝামেলা হয়।’

এখন পর্যন্ত সাকরাইন উৎসব কিংবা প্রবারণা পূর্ণিমায় ফানুস ওড়ানোর জন্য আগুন লেগেছে এমন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসেনি বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪