শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের কাছে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে যা বললেন নুর

news-image

অনলাইন প্রতিবেদক : বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৪ জানুয়ারি। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠিত হয়। ছাত্রলীগের জন্মদিনে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আজ দুপুরে জানতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও ছাত্রনেতা নুরুল হক নুরের কাছে।

বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‌‘বাংলাদেশ ছাত্রলীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশের ইতিহাসে ছাত্রলীগের অনেক অবদান রয়েছে। বিশেষ করে আমরা যদি ষাটের দশক, সত্তরের দশকের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষের পক্ষে বিভিন্ন কর্মসূচি দেখি, সেটা ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, কিংবা স্বৈরাচারবিরোধী আন্দোলন; এসব আন্দোলনে ছাত্রলীগ নেতাকর্মীদের ত্যাগ আছে, অবদান আছে। কিন্তু আজকে বাংলাদেশ ছাত্রলীগ আসলে সেই অবস্থান থেকে অনেক দূরে সরে এসেছে। বিশেষ করে বর্তমান ছাত্রলীগের নাম আসলেই নাম আসে ‘টেন্ডারবাজি’, ‘চাঁদাবাজি’, ‘মাদকবাণিজ্য’, ‘বিশ্ববিদ্যালয়গুলিতে দখলদারি’, ‘হল দখল’, ‘শিক্ষার্থীদের ওপর নির্যাতন’, ‘নিপীড়ন’; ছাত্রলীগের নামের সাথে এ বিষয়গুলো চলে আসে।’

নুর আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ, বা তিনি যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগকে প্রতিষ্ঠা করেছিলেন… যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোেতে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা, মানুষের পাশে থাকা… বঙ্গবন্ধুর যে চরিত্র ছিল; সবসময় শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের পক্ষে কাজ করা। কিন্তু ১৯৭৫ সালের পর, বঙ্গবন্ধুর মূল দল আওয়ামী লীগ যেমন সে অবস্থান থেকে অনেক দূর সরে গেছে, ছাত্রলীগ একেবারেইও তার মূল আদর্শের আশে পাশেও নেই। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার প্রত্যাশা থাকবে, ছাত্রলীগ তার অতীতের গৌরবোজ্জ্বল ধারায় ফিরে আসুক। বর্তমান ছাত্রলীগের সাথে যে ‌‘দুর্বৃত্ত’ শব্দটি জুড়ে গেছে, এটা তাদের কাজকর্মের মাধ্যমে ঘুছে যাক।’

এ জাতীয় আরও খবর

সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে : আসিফ নজরুল

১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

বাঞ্ছারামপুরে স্বামীকে হত্যা করে করলেন ১১ টুকরো, স্ত্রীসহ দুইজন আটক

জোড়া গোল করে ৪৬তম ট্রফি জিতলেন মেসি

স্বামীর পর মারা গেলেন স্ত্রী, আশঙ্কাজনক শিশুসন্তান

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

বিদ্যুৎ ও জ্বালানি পর্যালোচনায় জাতীয় রিভিউ কমিটির গণবিজ্ঞপ্তি

গাজীপুরে আন্দোলনে না যাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ, হামলা-ভাঙচুর

হজে যেতে প্রাক-নিবন্ধন করেছেন ৫২৮৩৬ জন

বার্ড ফ্লু : ভিয়েতনামে প্রাণ গেল ৪৭টি বাঘ, ৩টি সিংহের

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এক রাতে নিহত ৬৫

বৃষ্টি হলেও গরম কমছে না যে কারণে