নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশ দলে করোনার হানা
স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ। সেখানে করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ পজিটিভ হয়েছেন। শ্রীলঙ্কা থেকে নিউজিল্যান্ডে থাকা দলের সঙ্গে যোগ দেওয়া সাবেক এই কিংবদন্তি স্পিনার দলের বাকি সদস্যদের মতোই কোয়ারেন্টিনে আছেন। দলের এক সদস্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুই করোনা পরীক্ষায় কোভিড নেগেটিভ হয়েছিলেন টাইগার ক্রিকেটাররা। কিন্তু তৃতীয় পরীক্ষায় করোনা ধরা পড়ে হেরাথের। এ ব্যাপারে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে করোনা ধরা পড়ায় হেরাথের কোয়ারেন্টিনের সময় বাড়তে পারে।
এছাড়া বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড গেছে, সেটির একজন যাত্রী করোনা আক্রান্ত হওয়ায় পর তার আশপাশে বসা বাংলাদেশ দলের নয়জনেরও আইসোলেশন বেড়েছে।