রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ওমিক্রনে যুক্তরাজ্যে প্রথম মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে অন্তত একজন মারা গেছেন। সোমবার (১৩ ডিসেম্বর) পশ্চিম লন্ডনের একটি টিকাদান কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর স্কাই নিউজের।

তিনি বলেছেন, দুঃখজনক হলেও সত্য, ওমিক্রনের কারণে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে এবং অন্তত একজন রোগী মারা গেছেন বলে নিশ্চিত করা হয়েছে। তাই আমি মনে করি, এটি কোনোভাবে ভাইরাসের একটি মৃদু সংস্করণ, এমন ধারণা এক পাশে সরিয়ে রাখা এবং মানুষের মধ্যে যে গতিতে ছড়াচ্ছে, তা স্বীকার করা দরকার।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতে, এ অবস্থায় যেটি সবচেয়ে ভালো হয়, তা হলো- সবার বুস্টার ডোজ নেওয়া।

এর আগে, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ নিশ্চিত করেছিলেন, যুক্তরাজ্যে বর্তমানে ১০ জনের মতো ওমিক্রন রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

গত রোববার (১২ ডিসেম্বর) দেশটিতে নতুন করে ১ হাজার ২৩৯ জনের শরীরে ওমিক্রন করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ রেকর্ড। তারচেয়ে বড় কথা, আগের সর্বোচ্চ রেকর্ড গড়া শনিবারের তুলনায় রোববার প্রায় দ্বিগুণ রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে এ পর্যন্ত মোট ৩ হাজার ১৩৭ জন ওমিক্রনে আক্রান্ত নিশ্চিত হওয়া গেছে।

সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী একাধিকবার বড়দিন সামনে রেখে ওমিক্রন সংক্রমণের হার বেড়ে যাওয়ার আশঙ্কায় নতুন করে বিধিনিষেধ আরোপ করা হবে কিনা তা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪