সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বদরগঞ্জ ও গঙ্গাচড়ার ১৯ ইউনিয়নে আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলার ১৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। গত রোববার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় চুড়ান্ত তালিকা ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে  মনোনয়ন প্রাপ্তরা হলেন,  দামোদরপুরে আজিজুল হক, রামনাথপুরে মোহছিনা বেগম, গোপীনাথপুরে লুৎফর রহমান, বিষ্ণুপুরে ফিন্দিউল হাসান চৌধুরী, রাধানগরে কামাল উদ্দিন, মধুপুরে নুর আলম, কালুপাড়ায় আব্দুল মান্নান সরকার, কুতুবপুরে আতিয়ার রহমান, লোহানীপাড়ায় মো. ডলু শাহ ও গোপালপুরে শামছুল আলম।

গঙ্গাচড়া উপজেলার ৯ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তরা হলেন,  গঙ্গাচড়া সদরে মাজহারুল ইসলাম লেবু, কোলকোন্দে সোহরাব আলী রাজু, বড়বিলে শহীদ চৌধুরী দীপ ও বেতগাড়ীতে মোহাইমিন ইসলাম মারুফ, লক্ষ্মীটারীতে জুয়েল রানা, আলমবিদিতরে হারুন-অর-রশিদ, নোহালীতে আবুল কালাম আজাদ টিটুল, মর্ণেয়ায় মোসাদ্দেক আলী ও গজঘণ্টায় লিয়াকত আলী।

এব্যাপারে বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাঁদের হাতে নৌকা তুলে দিয়েছেন, উপজেলা এবং ইউনিয়নের সব নেতা-কর্মীকে এক হয়ে তাঁদের পক্ষে কাজ করতে হবে। যাঁরা নৌকার বিপক্ষে কাজ করবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, ‘যাঁরা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তাঁরা নিঃসন্দেহে যোগ্য প্রার্থী। ইউনিয়নের সবাইকে মনোনীত প্রার্থীদের বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি।’

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী  রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০টি ও গঙ্গাচড়া উপজেলার ৯টিসহ মোট ১৯ ইউনিয়ন পরিষদে ভোট হবে ২৩ ডিসেম্বর। এ জন্য মনোনয়নপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর, বাছাই ২৯ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৬ ডিসেম্বর পর্যন্ত ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর।

 

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে