রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম করোনা টিকা নিয়ে যা বললেন শিক্ষার্থী তাহসান

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ প্রতিরোধী টিকা কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে ৯ টায় তাহসান হোসেন নামের এক ছাত্রকে টিকাদানের মধ্যদিয়ে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়।

প্রথম করোনা টিকা নিয়ে নিজের অনুভূতির কথা বলেছেন মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী তাহসান হোসেন।

তিনি বলেন, ভ্যাকসিন কার্যক্রমে অংশ নিতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। শুরুর দিকে একটু ভয় কাজ করছিলো। তবে এখন সত্যিই খুব ভাল লাগছে এটা ভেবে যে আমিই প্রথম যে শিক্ষার্থীদের মধ্যে টিকা নিয়েছি। করোনা ভাইরাসের ভয়টা আমার মধ্যে ছিলো এখন আর তা থাকবে না। আমি সহপাঠী শিক্ষার্থীদের সবাইকে আহবান জানায় সবাই যেনো টিকা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

তাহসানের অভিভাবক মো. তোফাজ্জ্বল হোসেন বলেন, বাবা হিসেবে আমি গর্বিত। ৫০ বছর বয়সে আমি কোভিড-১৯ টিকা দিয়েছি আর আমার সন্তান মাত্র ১৫ বছর বয়সে টিকা নিয়েছে। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

টিকা কার্যক্রমে অংশ নিতে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, অনেক শিক্ষার্থী এখনো স্কুলে আসতে ভয় পায় করোনার কারণে। আমি মনে করি টিকা কার্যক্রম শুরু হওয়ায় এখন শিক্ষার্থীরা আর শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে ভয় পাবে না।

প্রসঙ্গত, পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম প্রথম শুরু হয় মানিকগঞ্জ জেলায়। সেখানে কোন শিক্ষার্থীদের মধ্যে কোন ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া না দেখায় আজ সোমবার থেকে দেশের ৮টি কেন্দ্রে চালু করা হচ্ছে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম।

 

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত