রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি নাটক ও নিশো-মেহজাবীনের প্রশংসায় খরাজ মুখার্জি

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলা জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি। বাংলাদেশের শাপলা মিডিয়ার প্রয়োজনা ‘প্রিয়া রে’ সিনেমায় শুটিং করতে তিনি এখন চাঁদপুরে। তার সঙ্গে কাজ করতে এই সিনেমায় কলকাতা থেকে এসেছেন টালিউডে জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, অভিনেতা রজতাভ দত্তও।

প্রতিবেদকের সঙ্গে শুটিং সেটে অভিনেতা খরাজ মুখার্জির হয়ে গেল প্রাণবন্ত এক আড্ডা। নানা আলোচনার ফাঁকে তিনি তার নতুন ছবির চরিত্র নিয়ে বলেন, ‘এ সিনেমায় আমি নায়কের বাবা। যে কি না যুবক বয়সে ডাকাত ছিলো। ডাকাত মানে বিরাট ডাকাত। একে ধরে তো ওকে মারে। ভয়ানক সব কারবার। সেই লোক পড়ন্ত বয়সে এসে চলতে টলতে পারে না। ছেলের উপর ভর দিয়ে চলতে হচ্ছে।

বেশ ইন্টারেস্টিং একটা চরিত্র। বলতে পারেন যে এমন একটা চরিত্রের অপেক্ষায় ছিলাম আমি। আগে কখনো করা হয়নি। আর পরিচালক পূজনকে আমি আগে থেকেই চিনি। ওর প্রথম সিনেমা এটা। বেশ গুছিয়ে কাজ করছে। ভালো লাগছে খুব কাজ করতে।’

তিনি চাঁদপুরের অঁজপাড়াগায়ে এসে শুটিং, অভিজ্ঞতা কেমন জানতে চাইলে খরাজ বলেন, ‘অসাধারণ। আগে কয়েকবার বাংলাদেশে শুটিং করতে এসেছি। কিন্তু এই রকম পরিবেশ পেলাম এই প্রথম। পুকুরে হাঁস গোসল করছে, মাছ লাফাচ্ছে। ঝিঁঝিঁ পোকার ডাক। চারদিকে গ্রামের মানুষ, গ্রামীন ঘরবাড়ি। ভীষণই শান্ত পরিবেশ।

একটা ব্যাপার কি জানেন তো, এই বাংলাদেশে এলেই উপলব্দি করি যে আমি বাঙালি। আমার ধারণা কলকাতার সবাই এটা ফিল করেন। কারণ কলকাতায় বাংলায় কথা বলছি এটুকু ছাড়া আর কিছুতে কিন্তু বাঙালিয়ানার সেই ভাব বা আচারটা নেই। বাংলাদেশে পা রাখতেই যেটা অনুভব করা যায়। আর আমি ব্যক্তিগতভাবে গ্রাম খুব পছন্দ করি। করোনাকালীন পুরো দেড় বছর কাটিয়েছি বীরভূমে আমার গ্রামের বাড়িতে। সেখানে চাষ করেছি, বাগানের ঘাস কেটেছি। একেবারে অন্য একটা জীবন। এখানে এসেও সেটা ফিল হচ্ছে। সেদিক থেকে ‘প্রিয়া রে’ সিনেমায় কাজের অভিজ্ঞতা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সেলিম খান ভাইকে ধন্যবাদ তিনি চাঁদপুরের এই গ্রামে এনে কাজ করার সুযোগ করে দিলেন।’

তবে কিছু বিষয় নিয়ে আফসোসও করলেন এই নন্দিত অভিনেতা। তিনি বলেন, ‘বাংলাদেশে শুটিংয়ের কিছু প্রবলেম হয়। যেমন এখন প্রচুর গরম। এই গরমে টেকা মুশকিল। একটা ভ্যানিটি ভ্যান থাকলে ভালো হতো। শিল্পীরা বিশ্রাম নিতে পারতাম। তাছাড়া শিল্পীদের নিরাপত্তা, মেকাপের জন্যও ভ্যানটি কাজে লাগে। সেলিম ভাইয়ের সাথে আলাপ হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন শিগগিরিই ভ্যান কিনবেন।’

দুই বাংলার সিনেমা নিয়ে আশাবাদী খরাজ মুখার্জি। তিনি বাংলাদেশের অনেক শিল্পীর প্রশংসাও করলেন। তিনি বলেন, ‘এখানে অনেকেই আছেন তুখোড় অভিনেতা। একটা সময় মনে হতো যে আমি বিরাট একটা কেউ। কিছু জনরায় আমার মতো কেউ নেই। কিন্তু আপনাদের চঞ্চল, মোশাররফ করিমদের দেখে মনে হয় ওরে বাবা, ওরা কি দুর্দান্ত। জয়া আহসানের কথা তো না বললেই নয়।

ও যখন ‘বিসর্জন’ করলো অবাক হয়ে গেলাম ওর কাজ দেখে। আমার মনে আছে ওকে বলেছিলাম, ‘ওরে দিদিভাই, তোমার পাসপোর্টটা আমায় দিয়ে দাও। তোমাকে আর বাংলাদেশে যেতে দেবো না। ও হচ্ছে জাত শিল্পী। ওদের সঙ্গে আমার নিয়মিতই যোগাযোগ হয়।

নিয়মিত কথা হয় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীদের সঙ্গেও। কি দারুণ অভিনয় করে ওরা। অল্প বাজেটের নাটকে ওরা যা করে সেটা তো অসাধারণ। ভীষণ জনপ্রিয় কিন্তু ওরা কলকাতাতেও।’

খরাজ মুখার্জি প্রশংসায় ভাসালেন ‘প্রিয়া রে’ সিনেমার নায়ক শান্ত খানকে। তিনি বলেন, ‘ও ভীষণই শান্ত আর লাজুক একটা ছেলে। খুব পরিশ্রম করতে পারে। প্রতিনিয়তই জ্বালিয়ে মারছে ভালো অভিনয় কীভাবে করতে হয় সেটা শেখানোর জন্য। প্রতিটি শট দিয়ে বলছে, এটা ভালো হলো কি না। এই যে ভাবনাটা এটাই একজন অভিনেতা হয়ে উঠতে বেশি জরুরি। ওর জন্য আমার আশির্বাদ থাকলো। ও একদিন ভালো করবে। আরও পরিণত হয়ে উঠবে।’

এই অভিনেতা জানান, মঞ্চে তিনি প্রচুর নাটক লিখেছেন, অভিনয় করেছেন। পরিচালনাও করেছেন। টিভির জন্যও অনেক নাটক নির্মাণ করেছেন তিনি। তার ইচ্ছে আছে সিনেমা পরিচালনার।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪