রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণটিকার দ্বিতীয় ডোজ: অগ্রাধিকার পাচ্ছেন না বয়স্ক ও অন্তঃসত্ত্বারা

news-image

বিশেষ সংবাদদাতা : করোনাভাইরাসের সংক্রমণরোধে রাজধানীসহ সারাদেশে গণটিকার দ্বিতীয় ডোজ কর্মসূচি মঙ্গলবার (৭ আগস্ট) থেকে শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গত ৭ ও ৮ আগস্ট যারা প্রথম ডোজের টিকা নিয়েছিলেন আজ তাদের টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৭০০ জনকে টিকা দেওয়ার কথা রয়েছে। তবে বয়স্ক, অন্তঃসত্ত্বা ও যে মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও টিকে নিতে আসা এসব মানুষেরা অগ্রাধিকার পাচ্ছেন না।

মঙ্গলবার সকালে রাজধানীর আজিমপুরের নতুন কবরস্থান সংলগ্ন ঢাকা সিটি করপোরেশন পরিচালিত নগরস্বাস্থ্য কেন্দ্র-২ পরিদর্শনে দেখা গেছে, দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে টিকা নিতে আসা নারী ও পুরুষেরা সকাল থেকে প্রথম ডোজের টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র নিয়ে অপেক্ষা করছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মা, নবজাতক, শিশু ও কিশোরী স্বাস্থ্য পরিচালক ড. মো. শামসুল হক করোনা পরিস্থিতি সম্পর্কিত বুলেটিনে বক্তব্য দেওয়ার সময় বলেছিলেন, ৭ সেপ্টেম্বর থেকে সারাদেশে করোনার টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকা কার্য়ক্রম শুরু হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার ক্ষেত্রে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টা বয়স্ক, অন্তঃসত্ত্বা ও যে মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের অগ্রাধিকার দিতে হবে।

কিন্তু আজিমপুরের নগর স্বাস্থ্য কেন্দ্র-২ পরিদর্শনে বয়স্ক ও অন্তঃসত্ত্বাদের অগ্রাধিকার পেতে দেখা যায়নি। ৫০ থেকে ৭০ বছর বয়সী অনেক বয়স্ক নারী-পুরুষকে জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে বসে অপেক্ষা করতে দেখা যায়। কিন্তু ২০ থেকে ৩০ বছরের অনেককেই টিকা নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। অনেকেই অভিযোগ করেছেন, সকাল থেকে জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে টিকা নেওয়ার অপেক্ষায় থাকলেও অনেক পরে এসে টিকা দিয়ে অনেকেই বেরিয়ে যাচ্ছেন।

স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনকারী স্থানীয় আওয়ামী লীগ নেতা জানান, বয়স্ক ও অন্তঃসত্ত্বাদের অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়ার কোনো নির্দেশনা পাননি। গত ৭ ও ৮ আগস্ট যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তারা আজ টিকা পাবেন। ৯ ও ১০ আগস্টের টিকাগ্রহীতারা আগামীকাল (৮ আগস্ট) এবং ১১ ও ১২ আগস্টে টিকাগ্রহীতারা ৯ আগস্ট টিকা পাবেন।

এ ব্যাপারে নগর স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়ার বিষয়টি এড়িয়ে নগরভবনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। টিকাদান কেন্দ্র ঘুরে দেখা গেছে, যারা টিকা নিচ্ছেন তাদের মাত্র এক তৃতীয়াংশ বয়স্ক, অবশিষ্ট সবারই বয়স অপেক্ষাকৃত কম।

 

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত