রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীমনির পক্ষে লড়বেন শতাধিক আইনজীবী

news-image

নিজস্ব প্রতিবেদক : বনানী থানায় করা মাদক মামলায় আটক চিত্রনায়িকা পরীমনিকে মুক্ত করতে উচ্চ আদালতে বিনা পয়সায় আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না। তার সঙ্গে থাকছেন শতাধিক আইনজীবী।

রবিবার দিবাগত রাতে ফেইসবুক পোস্টে জেড আই খান পান্না লেখেন, পরীমনির মামলা বিনা পারিশ্রমিকে করার সিদ্ধান্ত নিয়েছি। যারা সঙ্গে থাকতে চান থাকবেন।

সোমবার দুপুরে এ নিয়ে দেশ রূপান্তরকে বিস্তারিত জানান বিশিষ্ট এ আইনজীবী।

পান্না বলেন, “কোন আইনে পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে? একজন আসামির বিরুদ্ধে যদি ১০ মামলাও থাকে, তাহলে তো বারবার এভাবে রিমান্ডে নেওয়া যায় না।”

আরও বলেন, “রিমান্ডে জিজ্ঞাসাবাদের বিষয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনা রয়েছে কীভাবে একজন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ক্ষেত্রে সেটিও মানা হচ্ছে না। আমরা অচিরেই বারবার রিমান্ডে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবো।”

রবিবার দায়রা জজ আদালতে অভিনেত্রীর জামিনের জন্য আবেদন করলে শুনানির দিন ধার্য করা হয় ১৩ সেপ্টেম্বর।

এ বিষয়ে জেড আই খান পান্না বলেন, “আদালতে একটি আবেদন দেওয়ার পর কেন এটি শুনতে দেরি হবে? আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে আবেদন শুনতে হয়। কিন্তু একটি আবেদন দেওয়ার পরে এত দীর্ঘ সময় পর শুনানি কেন হবে?”

তিনি জানান, “অধস্তন আদালতে জামিন নামঞ্জুর হলে আমরা সংগত কারণেই হাইকোর্টে জামিন চাইবো।”

পান্নার নেতৃত্বে শতাধিক আইনজীবী পরিমনির জন্য আইনি লড়াই করবেন।

গত ৪ আগস্ট ‘বিপুল পরিমাণ মাদক’সহ বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এরপর ১৯ আগস্ট এক দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২১ আগস্ট তাকে আদালতে আনা হলে সিআইডি’র আবেদনের প্রেক্ষিতে আবারও কারাগারে পাঠানো হয়।

এরপর রবিবার এক আবেদনের জবাবে জামিনের বিষয়ে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪