বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ওআইসির জরুরি বৈঠক: আফগানিস্তান নিয়ে বাংলাদেশের উদ্বেগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান ইস্যুতে অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরী বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। দেশটিতে দ্রুত স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, জনসাধারণের নিরাপত্তা এবং আটকে পড়া বিদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রোববার (২২ আগস্ট) আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) স্থায়ী প্রতিনিধিদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

সেখানে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশিসহ সব বিদেশির নিরাপদে প্রত্যাবর্তনের আহ্বান জানাচ্ছি। আমরা চাই আফগানিস্তানের মানুষ দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা উপভোগ করবে। এছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধন হিসেবে দেশের প্রাকৃতিক সম্পদ এবং ভূকৌশলগত অবস্থানের সুষ্ঠু ব্যবহার করবে।

রাষ্ট্রদূত বলেন, আফগান জনগণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উন্নয়ন এবং মানবিক সহায়তা অব্যাহত রাখা উচিত। ওআইসির উচিত হবে আফগানিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা এবং শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিতকল্পে ওআইসি ও এর সদস্য দেশগুলোর করণীয় বিষয়ে বিবেচনার জন্য সুপারিশ করা।

‘আমরা বিশ্বাস করি আফগানিস্তানের ভূমি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। ওআইসির সদস্য দেশগুলো এই এ বিষয়ে একমত থাকবে বলে আশা করি।’

রাষ্ট্রদূত আরও বলেন, আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে আফগান জনগণের সুবিধার জন্য বাংলাদেশ তাঁর নিজস্ব আর্থ-সামাজিক উন্নয়নের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

আফগানিস্তানের স্থায়ী শান্তি প্রত্যাশা করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ভ্রাতৃপ্রতীম আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সরকারি জায়গা দখলের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট আহবান

নবীনগর শিশু  ধর্ষণ চেষ্টার অভিযুগে যুবক গ্রেপ্তার

নবীনগরে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ চলছে

নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জামায়াতের

অর্থ আত্মসাৎ, পুতুলের বিরুদ্ধে ২ মামলা

জিএম কাদেরের বিরুদ্ধে ৩ দেশে অর্থ পাচারের তথ্য পেয়েছে দুদক

ঈদের আগেই এলো রেমিট্যান্সের সুবাতাস

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ঢাকা আসছেন ২২ এপ্রিল

রসিক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বেতন-বোনাস আদায় করল কর্মচারীরা

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে: আমীর খসরু

বিচারিক আদালতে সব মামলা খালাস, দেশে ফিরে রাজনীতিতে বাধা নেই তারেক রহমানের

৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা