বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে নিরাময় কর্মচারী নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকায় মাদকাসক্ত রনি নামে এক যুবকের ছুরিকাঘাতে প্রয়াস নিরাময় কেন্দ্রের কর্মচারী রাজিব পাল (৩২) নামে এক কর্মচারী নিহত হয়েছেন। রোববার রাতে এঘটনায় রাশেদ নামে আরেক কর্মচারী আহত হয়েছেন। নিহত রাজীব পাল নারায়ণগঞ্জ জেলার কেশ্রী পালের ছেলে।

স্হানীয়রা জানায়, মাদকাসক্ত রনিকে (৩০) প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রের একটি টিম রাতে তার কাজী পাড়া বাসা থেকে আনতে যায়। এ সময় সে ক্ষিপ্ত হয়ে ধারালো দুটি ছুরি দিয়ে তাদের এলোপাথারি আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই রাজীব ও রাশেদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল জানান, ছুরিকাঘাতে নিহত রাজিবের মরদেহ জেলা সদরের মর্গে আছে। অভিযুক্ত রনিকে গ্রেফতারের চলছে । তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।