শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মামলা প্রত্যাহারের দাবি : কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিসিসি’র

news-image

বরিশাল প্রতিনিধি : গত বুধবার রাতের সিটি মেয়রকে লক্ষ্য করে আনসার সদস্যদের গুলি এবং পুলিশ ও ইউএনও’র দায়ের করা দুটি মামলায় সিটি মেয়রসহ বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আসামি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টায় নগরীর টাউন হলের সামনে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সিটি কর্পোরেশনের মেয়রসহ কর্মকর্তা-কর্মচারীরা নির্বিঘ্নে কাজ করতে চায়। তারা জনগণের সেবক। অথচ মামলায় গ্রেপ্তারের ভয়ে তারা অনেকে আত্মগোপন করেছেন। এ কারণে নগরবাসীর সেবা ব্যহত হচ্ছে।

তারা নগরবাসীর সেবা অব্যাহত রাখতে মেয়রসহ অন্যান্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। অনতিবিলম্বে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুন, নির্বাহী প্রকৌশলী আবুল বাশার, রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, কর নির্ধারক কাজী মোয়াজ্জেম হোসেন এবং বেলায়েত বাবলুসহ অন্যান্যরা।