শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শতকোটি টাকার ভুতুড়ে ভবনে পোকামাকড়ের ঘরবসতি

news-image

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার প্রত্যন্ত একটি গ্রামে সিরামিক ইট, দামি কাঠের দরজা, থাই অ্যালুমিনিয়ামে কাচের জানালা, টাইলসের মেঝে, উন্নত খাট, ফোমের দামি বিছানা-চাদর ও বালিশ, সাইড টেবিল, দামি সোফা সেট, ডাইনিং টেবিল, উন্নত ওয়াশরুম, টয়লেটে কমোড, গিজার ব্যবস্থায় শাওয়ার, এয়ার কন্ডিশনার ব্যবস্থাসহ নির্মিত হয় একটি ভবন। প্রায় দেড় যুগ আগেই এটির নির্মাণে ব্যয় ছিল দুই কোটির বেশি টাকা।

অত্যাধুনিক দ্বিতল ভবনটির পরিচিতি সরকারি ‘ডাকবাংলো’। এটি কোনো নগরীতে নয়, বগুড়ার শিবগঞ্জের প্রত্যন্ত গ্রাম আলিয়ারহাটে অবস্থিত। যেখানে পৌঁছাতে প্রথমে যেতে হবে শহর থেকে প্রায় ২০ কিলোমিটিার উত্তরে শিবগঞ্জ উপজেলা সদরে। সেখান থেকে আরও ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পৌঁছানোর পর দেখা মিলবে ভবনটির। গিয়ে দেখা যাবে আধুনিক ভবনটি এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। পোকামাকড় বাসা বেঁধেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পড়ে থেকে নষ্ট হওয়া এই ডাকবাংলোর অর্থায়নে ছিল জেলা পরিষদ। ২০০৪ সালে তৎকালীন জোট সরকারের এক উচ্চ পদস্থ কর্মকর্তা নিজ গ্রামকে আধুনিক শহরে রূপান্তরের পরিকল্পনায় সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে অনেক স্থাপনা নির্মাণ করেন। নিজের বাড়িকেও তিনতলা ভবনে উন্নীত করে দৃষ্টিনন্দন শান বাঁধানো পুকুর তৈরি করেন।

আলিয়ারহাট গ্রামের ভেতরে অন্তত ৫০ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করেন। যাতে বগুড়া, পার্শ্ববর্তী জয়পুরহাট ও নওগাঁ জেলার কয়েকটি পথে আলিয়ারহাট পৌঁছানো যায়। কিন্তুু বিগত ১৭ বছরে এই ডাকবাংলোয় কোনো অতিথি যাননি। দিনে দিনে অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে। কোনোটিতে ঘুণপোকা ঢুকে কুরে কুরে খেয়েছে। কিছু উধাও হয়েছে।

কক্ষগুলোর পলেস্তারা খসে পড়ছে। চারদিকে ধুলাবালির আস্তরণ। দরজা-জানালাগুলো নড়বড়ে হয়ে গেছে। বাতি জ্বলে না বহুদিন। মানুষের বদলে ঘরগুলোর দখলে নিয়েছে সাপ, ব্যাঙ, টিকটিকি, বেজি, ইঁদুর, বিড়াল, বাদুড় আর চামচিকা। রাতে ঝিঝি পোকার ডাক ও জোনাকির আলোয় মনে হবে ভুতুড়ে বাড়ি। দিনের বেলার ডাকবাংলোর স্টিলের বড় ফটক খুলে কেউ খড় শুকিয়ে খড়ের পালা দেয়। কেউ গোবর শুকিয়ে ঘুঁটে বানায়। কেউ ধান শুকায়। তবে কেউ ঘরে যায় না।

ডাকবাংলোর বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন বলেন, ‘শুনেছি সেখানে একটি ডাকবাংলো আছে, যেটা এখন অব্যবহৃত। তবে কারা কিভাবে এই ভবনটি তৈরি করেছে, আর এখন কী অবস্থায় আছে সেটা খোঁজ না নিয়ে বলতে পারব না।’

বগুড়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট গ্রামে ঢুকতেই মুদি দোকানি আমিরুল মিয়া বললেন, ‘আগে হামাগেরে গেরামের বড় বড় বিল্ডিং আর আস্তা (রাস্তা) দ্যাখলে মনে হতো আজধানী (রাজধানী)। কিন্তু এখন সেই আস্তা ভাঙা, চলাচল করা যাচ্চে না। কেউ ঠিকও করে না। বিল্ডিংগুলা পড়ে থ্যাকাই লষ্ট (নষ্ট) হলো।’

গ্রাম ঘুরে দেখা গেল, ১৭ বছর আগে গণপূর্ত অধিদফতর ৩০ কোটি টাকা দিয়ে বিভাগীয় প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের ছয়তলা ভবন নির্মাণ করেছে। পাশেই তৈরি হয়েছে তিনটি চারতলা আবাসিক ভবন, একটি চারতলা হোস্টেল, একটি পাম্প হাউস, পাঁচতলার আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র, একটি অফিস ভবন, চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি আবাসিক ভবন।

বগুড়া গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৗশলী বাকি উল্লাহ বলেন, ‘এটি অনেক আগের ঘটনা। বিভাগীয় শহর রাজশাহীতে স্থাপনের জন্য প্রকল্পটি (প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র) গৃহীত হলেও বিগত জোট সরকারের প্রভাবশালী ব্যক্তিরা ক্ষমতার জোরে এটিকে প্রত্যন্ত গ্রামে স্থানান্তর করেছিলেন।’

আলিয়ারহাট গ্রামে ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ২০ শয্যার হাসপাতাল। হাসপাতালের ঠিক পাশেই স্থাপন করা হয়েছে তিনটি আবাসিক ভবন। কিন্তু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ১৭ বছরেও শুরু হয়নি। সেখানে এখন বিভিন্ন ধরনের সবজি চাষ করতে দেখা যায়।

স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মাহিনুর ইসলাম বলেন, ‘হাসপাতাল ভবনসহ অন্যান্য ভবন সিভিল সার্জনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। ভবনগুলো দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সংস্কার প্রয়োজন। এভাবে পড়ে থেকে ভবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে।’

গ্রামের ব্যবসায়ী ফরিদ মিয়া ও আবুল হোসেন বলেন, ‘ভবনগুলো দেখলেই মনে হয় গ্রামবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। কারণ এত বড় হাসপাতাল থাকতেও গ্রামের রোগীদের এখনো যেতে হয় ৯ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলা সদরে।’

অভিযোগ রয়েছে, আলিয়ারহাটে বিভিন্ন কাজে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ও সড়ক বিভাগ এগিয়ে ছিল। তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ইকবাল মাহমুদ ফিরোজকে খুশি করতে নানা প্রকল্প গ্রহণ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আলিয়ারহাট গ্রামটি ডা. ফিরোজের জন্মভূমি। সেখানে গ্রামের মধ্যে প্রায় ৫০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। এসব সড়কের কার্পেটিং উঠে গিয়ে এখন মাটির সড়কে পরিণত হয়েছে। এছাড়া সরকারি টাকা দিয়ে ডা. ফিরোজের বাড়ির পুকুর খনন, ঘাট নির্মাণ, উঁচু করে বসার স্থান এবং বাড়ির লোকজনের যাতায়াতের জন্য পৃথক রাস্তা তৈরি করা হয়। এমনকি ডা. ফিরোজের বাড়ির তিনতলা ভবনটি নির্মাণেও সড়ক বিভাগ থেকে সে সময় ৩০ লাখ টাকা দেয়া হয়। যদিও এই ভবনটি নির্মাণের পর সেখানে এক দিনের জন্যও কেউ থাকেনি। দুর্নীতির প্রমাণ হিসেবে ভবনটি এখন দাঁড়িয়ে আছে। এটি এখন গোয়াল ঘর হিসেবে ব্যবহার করতে দেখা যায়।

আলিয়ারহাট গ্রামে স্থাপিত ডা. ফিরোজের মা-বাবার নামে রোকেয়া-সাত্তার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বিবিজান স্মৃতি এতিমখানা, আলিয়ারহাট আদর্শ ক্লাব ও পাঠাগার, পোস্ট অফিস, কৃষি ব্যাংকের শাখা, গ্রোথ সেন্টার, শাহি মসজিদসহ বেশ কয়েকটি ভবন দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে জঙ্গলে ভরে গেছে। এর মধ্যে কিছু কিছু ভবন অস্থায়ীভাবে ব্যবহার করা হলেও কোনো সংস্কার নেই।

পরিত্যক্ত বিভিন্ন স্থাপনা সম্পর্কে জানতে চাইলে বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, ‘এত বিশাল অঙ্কের টাকা ব্যয়ে নির্মিত ভবনগুলো পড়ে থাকার খবর আমার জানা নেই। জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায়ও কোনো দফতর এসব তথ্য উপস্থাপন করেনি। এখন খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’

শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম বলেন, ‘আমি নতুন এসেছি। সমাজসেবা অধিদফতরের একটি প্রকল্পের কিছু ভবন ছাড়া অন্য কোনো ভবন সম্পর্কে কোনো তথ্য জানা নেই। খোঁজ করে দেখা হবে আসলেই ভবনগুলো কী অবস্থায় আছে।’

আলিয়ারহাট গ্রামের প্রবীণ ব্যক্তি তোফাজ্জল মাস্টার, কলেজছাত্র মনির হোসেন, গৃহিণী খালেদা বেগম ক্ষোভের সুরে বলেন, ‘গ্রামটি দেখলে যে কারো মনে হতে পারে, এখানকার মানুষের জীবনযাত্রার মান বোধ হয় অনেক উন্নত। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বেকারে ভরা এ গ্রামে এসব ভবনকে উপহাস মনে হয়।’

এ বিষেয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বলেন, ‘উন্নয়নে আমাদের বিরোধিতা নেই। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে বেশিরভাগ প্রতিষ্ঠানই গ্রামে করা হয়েছে, যা এখন কোনো কাজে আসছে না। আমরা পরিকল্পনা করেছি ভবনগুলো পর্যায়ক্রমে কাজে লাগানোর। সেভাবেই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’