শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটে যেখানে সাকিবই প্রথম

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান একটু বিস্মিতই হলেন। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ—এ দুটি পুরস্কারই নেওয়ার পর পুরস্কার বিতরণীতে সঞ্চালক আনজুম চোপড়া কথার শেষ দিকে সাকিবকে বলছিলেন, টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেট হলো তাঁর। আদতে শুধু বাংলাদেশে নয়, বিশ্বেই আর কারও নেই এ কীর্তি।

আনজুমকে সাকিব মনে করিয়ে দিলেন সেটিই। এরপর লাসিথ মালিঙ্গার কথা মনে করিয়ে দেওয়া হলো সাকিবকে। তবে সাকিব জবাব দিলেন, ‘আমার মনে হয় না সে এক হাজার রান করেছে।’

ভুলটা বুঝতে পেরে আনজুম বললেন, ‘ভালোই রেকর্ডের খবর রাখো দেখি!’ সাকিব বললেন, ‘মাঝে মাঝে রাখি’। সতীর্থদের হাততালি আর উল্লাস আরেক দফা শুরু হয়ে গেছে তখন।

তবে সাকিব মাঝেমধ্যে নয়, রেকর্ড ভাঙেন অবশ্য নিয়মিতই!

এদিন ক্যারিয়ারে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন, ম্যাচসেরা হয়েছেন, টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় সেরা বোলিং ফিগার গড়েছেন, সিরিজসেরা হয়েছেন। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় হয়ে জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে গিয়েছিলেন।

আজ সিরিজসেরার পুরস্কারে বিরাট কোহলির সঙ্গে ব্যবধানটা ১-এ নামিয়ে আনলেন তিনি। কোহলি সিরিজসেরা হয়েছেন এখন পর্যন্ত ১৭ বার, তাঁর ওপরে থাকা শচীন টেন্ডুলকার হয়েছিলেন ১৯ বার।

আজ অস্ট্রেলিয়াকে তাদের সর্বনিম্ন ৬২ রানে গুটিয়ে দেওয়ার ক্ষেত্রে বোলিংয়ে সাকিব নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। অথচ আগের ম্যাচেই এক ওভারে ৩০ রান দিয়েছিলেন তিনি। ড্যান ক্রিস্টিয়ান চড়াও হয়েছিলেন তাঁর ওপর, বদলে গিয়েছিল ম্যাচের দৃশ্যপট।

পরের ম্যাচে কী দারুণ প্রত্যাবর্তনটাই না করলেন তিনি! তাঁর এমন পারফরম্যান্সের রহস্য জানতে চাইলে সাকিব বললেন উপভোগের কথাই, ‘আমি এখনো খেলাটা উপভোগ করছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার আগে সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। তাদের ছাড়া এমন পারফরম্যান্স সম্ভব হতো না। আমরা আসলে জিম্বাবুয়ে ও এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেক ভালো খেলেছি। উইকেট কঠিন ছিল। তবে এটা দলীয় পারফরম্যান্স।’

সিরিজে স্পিনারদের দাপট থাকলেও সাকিব কৃতিত্ব দিতে চান পেসারদেরও, ‘আমাদের যেখানে উন্নতি দরকার, আমরা সেখানে উন্নতি করছি। ফাস্ট বোলাররা অনেক ভালো করছে আমাদের। মোস্তাফিজ, সাইফউদ্দিন, শরীফুল, জিম্বাবুয়ে সফরে তাসকিন অনেক ভালো করেছে। তাদের কারণে আমাদের (স্পিনারদের) কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। ফাস্ট বোলারদের কৃতিত্ব দিতেই হবে। তারা অসাধারণ বোলিং করেছে। আমরাও আমাদের দিক থেকে করছি। এ পারফরম্যান্স ফাস্ট বোলিং ও স্পিনের সমন্বয় ছিল।’

আগের ম্যাচে সিরিজে প্রথম ম্যাচে হারার পর এবার শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে শেষের দিকে খেই হারিয়ে ১২২ রানেই থামতে হয়েছিল তাদের। শেষ পর্যন্ত অবশ্য সবচেয়ে কম রান করে জেতার নিজেদের রেকর্ডটাই আবারও ভাঙল বাংলাদেশ।

সাকিব বলছেন, শুরুর ভালো ব্যাটিংটাই বদলে দিয়েছে মোমেন্টাম, ‘শেষ ম্যাচের স্কোরকার্ডের দিকে তাকালে দেখবেন, ১০৪ বা ১০৫ রান (১০৪) করলেও শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে গিয়েছিলাম। জানতাম, আজ ১২০-১৩০ করলে ভালো সুযোগ থাকবে। আজ অমন কিছু করতে পেরেছি। শুরুটা ভালো হয়েছিল, তাতেই মোমেন্টামটা পেয়েছি আমরা। এ সিরিজ ব্যাটসম্যানদের জন্য সহজ ছিল না, তবে পুরো সিরিজেই বোলাররা দারুণ করেছে।’

দারুণ তো করেছেন সাকিবও। ভেঙেছেন রেকর্ড। যে রেকর্ডের খবর ‘মাঝে মাঝে’ রাখেন তিনি!

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ